Ajker Patrika

এমপি শম্ভু যাবেন, তাই আধঘণ্টা পর ছাড়ল ফেরি 

বরগুনা প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১৮: ০৬
এমপি শম্ভু যাবেন, তাই আধঘণ্টা পর ছাড়ল ফেরি 

বিতর্ক যেন পিছু ছাড়ছে না বরগুনা-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর। এবার ঘাটে আসতে দেরি করায় নির্দিষ্ট সময়ের ৩০ মিনিট পরে ছেড়েছে পুরাকাটা-আমতলী ফেরি। এ নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

বরগুনা সওজের তথ্যমতে, বরগুনার পুরাকাটা ঘাট থেকে বেলা ২টায় আমতলী ঘাটের উদ্দেশে ফেরি ছেড়ে যাওয়ার কথা। খবর আসে, ভোটের প্রচারে যাবেন সংসদ সদস্য। তাঁর গাড়িবহর ঘাটে আসতে আসতে ৩০ মিনিট দেরি হওয়ায় বেলা আড়াইটায় ফেরি ছেড়ে যায়। 

হুমায়ুন কবির নামে ফেরির এক যাত্রী বলেন, ‘আজ (বুধবার) বেলা ২টার ফেরি নির্দিষ্ট সময়ের ৩০ মিনিট পরে আড়াইটার দিকে ঘাট ত্যাগ করেছে। বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর কারণে আধঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। এটা খুবই বিরক্তিকর ব্যাপার।’ 

ঘাটের ইজাদারের পরিদর্শক আসাদুজ্জামান পলাশ বলেন, ‘ফোন করে আমাকে বলা হয়েছে, এমপি সাহেব ঘাটে না যাওয়া পর্যন্ত ফেরি না ছাড়তে। তাঁর গাড়িবহর ঘাটে আসতে আড়াইটা বেজে যায়। এরপরই আমরা ফেরি ছেড়ে দেই।’ 

তিনি আরও বলেন, ‘এমপি সাহেব পার হবেন, তাঁর কথা তো শুনতেই হয়।’ 

এ বিষয়ে কথা বলতে বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর মোবাইল ফোনে একাধিকার কল করলেও তিনি রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা যায়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত