Ajker Patrika

কুয়াকাটা সৈকতে মাতলামি, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৩ শিক্ষার্থী গ্রেপ্তার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ২১: ৩২
কুয়াকাটা সৈকতে মাতলামি, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৩ শিক্ষার্থী গ্রেপ্তার

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে মাতলামি করে পর্যটকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ। আজ রোববার তাঁদের আদালতে পাঠানো হয়।

এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় জিরো পয়েন্টের পশ্চিম সমুদ্রসৈকতে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন—মাগুরার মহম্মদপুর উপজেলার এ বি এম মুশফিকুর রহমান সজল, বরিশাল সদরের আমিনুল ইসলাম মুন্না ও একই এলাকার ফাহিম হোসেন।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ হাচনাইন পারভেজ বলেন, আসামিরা মাতাল হয়ে পর্যটক এবং স্থানীয় জনসাধারণকে মারতে উদ্ধত হন। এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে আসামিরা মাতলামি এবং অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। পরে পর্যটকদের নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপারের নির্দেশে তাঁদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, আজ তাঁদের আদালতে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত