নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের বাবুগঞ্জে দোকান থেকে লোহার পাত চুরির অভিযোগে দুই যুবককে হাত-পা বেঁধে প্রকাশ্যে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। আজ রোববার দুপুরে উপজেলার রহমতপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার যুবকেরা হলেন বাবুগঞ্জ উপজেলার দোয়ারিকা গ্রামের চান মুন্সির ছেলে মিঠুন (২০) ও একই গ্রামের বাবুল ব্যাপারীর ছেলে লিংকন (২৩)। আটক হাসান রহমতপুর ব্রিজ এলাকার সেবা ইঞ্জিনিয়ারিং নামের দোকানের মালিক এবং উপজেলার দোয়ারিকা গ্রামের বাসিন্দা। মিঠুন ও লিংকনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন শিকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত শনিবার দিবাগত রাতে রহমতপুর ব্রিজের উত্তর পাশের ঢালে সেবা ইঞ্জিনিয়ারিং নামের একটি দোকান থেকে বেশ কিছু লোহার পাত চুরি হয়। রোববার সকালে দোকানের মালিক হাসান এসে খোঁজ নিয়ে জানতে পারেন, পাশের ভাঙারি ব্যবসায়ী সাইদুল চোরাই লোহার পাত কিনেছেন। পরে সাইদুলের স্বীকারোক্তি অনুযায়ী মিঠুন ও লিংকনকে ডেকে নিয়ে নির্যাতন করেন দোকান মালিক হাসান ও স্থানীয় কিছু লোক।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক যুবককে রোদের মধ্যে উপুড় করে হাত-পা বেঁধে মাটিতে ফেলে রাখা হয়েছে। এরপর পেছনে ঘুরে ঘুরে তাঁর পায়ে লোহার রড দিয়ে পেটাচ্ছেন দোকানের মালিক হাসান। অপর যুবককে মারধর করে পাশেই একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। দোকানের মালিকের সঙ্গে এক নারী এবং স্থানীয় আরও কয়েক ব্যক্তি দুই যুবককে মারধরসহ নির্যাতনে সহযোগিতা করেন। পাশে অনেকে দাঁড়িয়ে তা দেখছেন।
আটকের আগে দোকানের মালিক হাসান সাংবাদিকদের বলেন, ‘আমার দোকানের মালামাল চুরি করে পাশের ভাঙারি দোকানে ৪-৫ হাজার টাকায় বিক্রি করেছেন ওই দুই যুবক। ভাঙারি দোকানের মালিক এবং অভিযুক্ত দুই যুবকও চুরির কথা স্বীকার করেছে।’ পুলিশে না দিয়ে কেন নির্মম নির্যাতন করা হলো এমন প্রশ্নের কোনো উত্তর দেননি হাসান।
ওসি জাকির হোসেন শিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে বেঁধে রাখা দুই যুবককে ছেড়ে দিয়েছেন অভিযুক্তেরা। পরে বিকেলে অভিযুক্ত হাসানকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা হলে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বরিশালের বাবুগঞ্জে দোকান থেকে লোহার পাত চুরির অভিযোগে দুই যুবককে হাত-পা বেঁধে প্রকাশ্যে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। আজ রোববার দুপুরে উপজেলার রহমতপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার যুবকেরা হলেন বাবুগঞ্জ উপজেলার দোয়ারিকা গ্রামের চান মুন্সির ছেলে মিঠুন (২০) ও একই গ্রামের বাবুল ব্যাপারীর ছেলে লিংকন (২৩)। আটক হাসান রহমতপুর ব্রিজ এলাকার সেবা ইঞ্জিনিয়ারিং নামের দোকানের মালিক এবং উপজেলার দোয়ারিকা গ্রামের বাসিন্দা। মিঠুন ও লিংকনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন শিকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত শনিবার দিবাগত রাতে রহমতপুর ব্রিজের উত্তর পাশের ঢালে সেবা ইঞ্জিনিয়ারিং নামের একটি দোকান থেকে বেশ কিছু লোহার পাত চুরি হয়। রোববার সকালে দোকানের মালিক হাসান এসে খোঁজ নিয়ে জানতে পারেন, পাশের ভাঙারি ব্যবসায়ী সাইদুল চোরাই লোহার পাত কিনেছেন। পরে সাইদুলের স্বীকারোক্তি অনুযায়ী মিঠুন ও লিংকনকে ডেকে নিয়ে নির্যাতন করেন দোকান মালিক হাসান ও স্থানীয় কিছু লোক।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক যুবককে রোদের মধ্যে উপুড় করে হাত-পা বেঁধে মাটিতে ফেলে রাখা হয়েছে। এরপর পেছনে ঘুরে ঘুরে তাঁর পায়ে লোহার রড দিয়ে পেটাচ্ছেন দোকানের মালিক হাসান। অপর যুবককে মারধর করে পাশেই একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। দোকানের মালিকের সঙ্গে এক নারী এবং স্থানীয় আরও কয়েক ব্যক্তি দুই যুবককে মারধরসহ নির্যাতনে সহযোগিতা করেন। পাশে অনেকে দাঁড়িয়ে তা দেখছেন।
আটকের আগে দোকানের মালিক হাসান সাংবাদিকদের বলেন, ‘আমার দোকানের মালামাল চুরি করে পাশের ভাঙারি দোকানে ৪-৫ হাজার টাকায় বিক্রি করেছেন ওই দুই যুবক। ভাঙারি দোকানের মালিক এবং অভিযুক্ত দুই যুবকও চুরির কথা স্বীকার করেছে।’ পুলিশে না দিয়ে কেন নির্মম নির্যাতন করা হলো এমন প্রশ্নের কোনো উত্তর দেননি হাসান।
ওসি জাকির হোসেন শিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে বেঁধে রাখা দুই যুবককে ছেড়ে দিয়েছেন অভিযুক্তেরা। পরে বিকেলে অভিযুক্ত হাসানকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা হলে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
দিনাজপুরের ফুলবাড়ীতে স্মার্ট কার্ড জটিলতায় দুই মাস ধরে টিসিবির পণ্য পায়নি উপজেলার প্রায় ১৯ হাজার পরিবার। পবিত্র রমজান মাসেও টিসিবির পণ্য না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন তাঁরা। স্বল্প আয়ের মানুষের সুবিধার্থে ন্যায্যমূল্যে বিতরণ করা এই পণ্য স্মার্ট কার্ডের অভাবে বিতরণ সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ডিলারমালিক
২ মিনিট আগেশতভাগ বিশুদ্ধ পানি নিশ্চিতের জন্য আওয়ামী লীগ সরকারের আমলে সুনামগঞ্জের দুই উপজেলায় কোটি টাকা ব্যয়ে নলকূপ স্থাপন করা হয়। কিন্তু দুই বছর যেতে না যেতেই সুফল মিলছে না প্রকল্পের। যেনতেনভাবে নলকূপ স্থাপন করে ক্ষমতাসীন দলের ঠিকাদার ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ প্রকল্পের টাকা লুটপ
৭ মিনিট আগেরাজধানীর লালমাটিয়া ও মোহাম্মদপুর এলাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০টি আবাসিক ভবন নির্মাণ করেছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ (জাগৃক)। ছয়তলাবিশিষ্ট এসব ভবনে দুটি করে ইউনিটে ১০টি ফ্ল্যাট রয়েছে। এসব আবাসিক এলাকার সৌন্দর্য ও পরিবেশ নষ্ট করে ফ্ল্যাট সম্প্রসারণসহ ভবনের ফাঁকা জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্
১১ মিনিট আগেরাজধানীর দক্ষিণখানে কিশোর গ্যাং নেতা, ডাকাতি, চাঁদাবাজ এবং হত্যাচেষ্টাসহ মামলার আসামি মো. ফরহাদ দেওয়ানকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
৩৩ মিনিট আগে