Ajker Patrika

নেছারাবাদে যুবদল নেতার বিরুদ্ধে কর্মীর চাঁদাবাজির মামলা

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পিরোজপুরের নেছারাবাদে জাকির খান (৫০) নামের এক যুবদল নেতার বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা করা হয়েছে। উপজেলার মৈশানি গ্রামের বাসিন্দা আল-আমীন ফেরদৌস নামের এক যুবদলকর্মী গত ৩ মার্চ রাতে মামলাটি করেছেন। গতকাল বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হয়।

মামলার বাদী আল-আমীন ফেরদৌস বলেন, ওই যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় রাস্তায় ফেলে তাঁকে মারধর করা হয়। এরপর তিনি মারধরসহ চাঁদাবাজির অভিযোগে মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার সমেদয়কাঠি গ্রামের বাসিন্দা জাকির খান পাশের মৈশানি গ্রামের একটি জমির বিরোধ মেটাতে আল-আমীন ফেরদৌসের কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। আল-আমীন সেই চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ননী সরকারের ছেলে শম্ভু সরকারের কাছ থেকে তিনি ১০ হাজার টাকা চাঁদা নেন। বিষয়টি নিয়ে আল-আমীন ফেরদৌস ফেসবুকে পোস্ট দেন। তাতে ক্ষুব্ধ হয়ে আল-আমীনকে রাস্তায় পেয়ে বেদম মারধর করেন জাকির। এ সময় আল-আমীনের একটি দামি মোবাইল ফোনসহ ১০ হাজার টাকা ছিনিয়ে নেন তিনি।

জাকির খান রাজধানী ঢাকার বাড্ডা থানার একটি ওয়ার্ডের সহসভাপতি বলে জানা গেছে। তিনি বলেন, ‘মামলার বাদী মিথ্যা অভিযোগে আমার বিরুদ্ধে মামলা করেছে। আমি আইনিভাবে লড়ব।’

মামলার বাদী আল-আমীন ফেরদৌসের অভিযোগ, ‘জাকির খান এলাকায় দলের নাম ভাঙিয়ে যা ইচ্ছে তা করে বেড়াচ্ছেন। তাঁর বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলেই হামলার শিকার হতে হচ্ছে।’

এ বিষয়ে জানতে চাইলে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত