Ajker Patrika

কীর্তনখোলায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
Thumbnail image

ঘূর্ণিঝড় রিমালের বৈরি আবহাওয়ার মধ্যে বরিশালের কীর্তনখোলা নদীতে মাছ ধরতে নেমে নিখোঁজ জেলে জাহাঙ্গীর ঘরামীর (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের চার দিন পর আজ শুক্রবার বিকেলে কীর্তনখোলা নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। 

বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন। 

জাহাঙ্গীরের মৃগী রোগ ছিল জানিয়েছেন তার বোন নাজমা বেগম। গত সোমবার জাহাঙ্গীর মাছ ধরতে নদীতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন। 

নিহত জেলে জাহাঙ্গীর বরিশাল নগরীর ১১ নম্বর ওয়ার্ডের বঙ্গবন্ধু কলোনীর বাসিন্দা বারেক ঘরামির ছেলে। জাহাঙ্গীরের বোন নাজমা বেগম বলেন, বৈরী আবহাওয়ার মধ্যে গত সোমবার সকাল ১০টার দিকে সে বাড়ি থেকে বের হয়ে মাছ ধরতে কীর্তনখোলা নদীতে যায়। 

এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আবহাওয়া কিছুটা ঠিক হলে খোঁজ করে তার সন্ধান করে ব্যর্থ হই। পরে আজ শুক্রবার তার ভাসমান লাশ উদ্ধারের খবর পেলাম। 

বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল আজকের পত্রিকাকে বলেন, ‘জাহাঙ্গীরকে সব শেষ গত সোমবার নদীর তীরে মাছ ধরতে দেখেছিল লোকজন। কিন্তু সে কীভাবে নদীতে পড়ল তা জানা যায়নি। আইনগত প্রক্রিয়া শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত