নিজস্ব প্রতিবেদক, বান্দরবানের রুমা থেকে
থমথমে পরিস্থিতির মধ্যে বান্দরবানের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে এসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঘটনার বিষয়ে কঠোর অবস্থানে যাব। কোনোক্রমে আইনশৃঙ্খলা ভঙ্গ করতে দেব না।
গোয়েন্দারা ব্যর্থ কি না—এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সবকিছু দেখব। কারও কোনো গাফিলতি ছিল কি না, এটি বের করব। কোন জায়গা থেকে ফেল করেছে, এটি আমরা দেখব। আগে দেখে নিই, তারপর সিদ্ধান্ত নিয়ে ব্যবস্থা নেব।’
আজ শনিবার বান্দরবানের রুমা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই শান্তিপ্রিয় এলাকায়, যেখানে শান্তির সুবাতাস বইত, এখানে অশান্তি সেটি আমরা চাই না। আমরা অবশ্যই এর কারণ, কারা ঘটনা ঘটিয়েছে, কাদের সহযোগিতা ছিল—সবগুলো আমরা বের করে আইনগত ব্যবস্থা নেব।’
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখানে নিরাপত্তাবাহিনী রয়েছে। তারা তাদের মতো ব্যবস্থা নেবে। আমরা আর কোনো জিনিসকে আন চ্যালেঞ্জ হতে দেব না। উৎসটা কোথায়, সবগুলো আমরা বের করব।’
এর আগে তিনি শনিবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে বান্দরবানের রুমায় পৌঁছান। দুপুরে বান্দরবানের সার্কিট হাউসে বান্দরবানের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
থমথমে পরিস্থিতির মধ্যে বান্দরবানের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে এসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঘটনার বিষয়ে কঠোর অবস্থানে যাব। কোনোক্রমে আইনশৃঙ্খলা ভঙ্গ করতে দেব না।
গোয়েন্দারা ব্যর্থ কি না—এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সবকিছু দেখব। কারও কোনো গাফিলতি ছিল কি না, এটি বের করব। কোন জায়গা থেকে ফেল করেছে, এটি আমরা দেখব। আগে দেখে নিই, তারপর সিদ্ধান্ত নিয়ে ব্যবস্থা নেব।’
আজ শনিবার বান্দরবানের রুমা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই শান্তিপ্রিয় এলাকায়, যেখানে শান্তির সুবাতাস বইত, এখানে অশান্তি সেটি আমরা চাই না। আমরা অবশ্যই এর কারণ, কারা ঘটনা ঘটিয়েছে, কাদের সহযোগিতা ছিল—সবগুলো আমরা বের করে আইনগত ব্যবস্থা নেব।’
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখানে নিরাপত্তাবাহিনী রয়েছে। তারা তাদের মতো ব্যবস্থা নেবে। আমরা আর কোনো জিনিসকে আন চ্যালেঞ্জ হতে দেব না। উৎসটা কোথায়, সবগুলো আমরা বের করব।’
এর আগে তিনি শনিবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে বান্দরবানের রুমায় পৌঁছান। দুপুরে বান্দরবানের সার্কিট হাউসে বান্দরবানের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
নওগাঁর রাণীনগরে অভ্যন্তরীণ ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ে অর্জিত হয়নি। কৃষকেরা ধান না দেওয়ায় এবং মিলাররা চাল না দেওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এই অবস্থায় মিলারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।
২ ঘণ্টা আগেযশোর জেলায় এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত গত পাঁচ মাসে ৩৬ জন খুন হয়েছেন। বিভিন্ন থানায় ধর্ষণের মামলা করা হয়েছে ২২টি। সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এসব ঘটনা ঘটছে বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা। রাজনৈতিক পটপরিবর্তনের পর অপরাধপ্রবণতা বেড়েছে বলে অভিযোগ উঠেছে।
৫ ঘণ্টা আগেসিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
৯ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর ভোট গণনার কাজ চলছে। আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
৯ ঘণ্টা আগে