থানচি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের থানচি উপজেলায় সরকারি মডেল মসজিদ নির্মাণে সাত বছর পার হলেও এখনো কাজ শেষ হয়নি। গণপূর্ত বিভাগের পর্যাপ্ত তদারকি না থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স ফারুক এন্টারপ্রাইজ’ নিজেদের মতো করে ধীরগতিতে কাজ চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফলে মসজিদ উদ্বোধন ও নামাজ আদায় নিয়ে শঙ্কা দেখা দিয়েছে সাধারণ মুসল্লিদের মধ্যে।
জানা যায়, প্রায় সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে ২০১৯-২০ অর্থবছরে থানচি উপজেলা মডেল মসজিদ নির্মাণের জন্য কার্যাদেশ দেওয়া হয়। নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কারণে ২০২২ সালে গিয়ে কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপর একাধিকবার সময় বাড়ানোর পরও এখন পর্যন্ত কাজের অনেক কিছুই বাকি রয়ে গেছে।
সম্প্রতি সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, তিনতলাবিশিষ্ট ভবনের টাইলস লাগানো, রং করা, প্লাস্টার, স্যানিটারি ফিটিংস, পানির লাইন-সংযোগসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ এখনো অসমাপ্ত। স্থানীয় বাসিন্দারা জানান, নির্মাণে নিম্নমানের বালু, সিমেন্ট ও রড ব্যবহার করা হয়েছে। অনেক সময় প্রকৌশলীর উপস্থিতি ছাড়াই ছাদের ঢালাই ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ করা হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।
থানচি উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা মো. আনিচ উল্লাহ মোবারক বলেন, সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প এত দেরিতে বাস্তবায়ন হচ্ছে কেন? কার গাফিলতিতে এ বিলম্ব, তা খতিয়ে দেখা উচিত।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইউসুফ বলেন, ‘পাশের উপজেলাগুলোর—আলিকদম, লামা ও রোয়াংছড়ির মডেল মসজিদ উদ্বোধন হয়ে গেছে। অথচ আমাদের থানচিতে কাজই শেষ হয়নি। এতে আমরা বঞ্চিত হচ্ছি।’
ঠিকাদারি প্রতিষ্ঠান ফারুক এন্টারপ্রাইজের মালিক ফারুক আহম্মদ বলেন, ‘করোনা পরিস্থিতি ও দুর্গম পাহাড়ি পরিবেশের কারণে নির্মাণসামগ্রী পরিবহন ও শ্রমিক পাওয়া কঠিন ছিল। তবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করছি।’
এ বিষয়ে গণপূর্ত বিভাগের বান্দরবান কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ চৌধুরী বলেন, ‘করোনাকালে কারণে ভূমি অধিগ্রহণ, স্থান নির্ধারণসহ নানা কারণে কাজ পিছিয়েছে। জমিসংক্রান্ত কিছু জটিলতা ছিল, তা কেটে গেছে। দ্রুত রুমা ও থানচির মডেল মসজিদ নির্মাণ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি ধর্ম মন্ত্রণালয়কে জানানো হয়েছে।’
বান্দরবানের থানচি উপজেলায় সরকারি মডেল মসজিদ নির্মাণে সাত বছর পার হলেও এখনো কাজ শেষ হয়নি। গণপূর্ত বিভাগের পর্যাপ্ত তদারকি না থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স ফারুক এন্টারপ্রাইজ’ নিজেদের মতো করে ধীরগতিতে কাজ চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফলে মসজিদ উদ্বোধন ও নামাজ আদায় নিয়ে শঙ্কা দেখা দিয়েছে সাধারণ মুসল্লিদের মধ্যে।
জানা যায়, প্রায় সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে ২০১৯-২০ অর্থবছরে থানচি উপজেলা মডেল মসজিদ নির্মাণের জন্য কার্যাদেশ দেওয়া হয়। নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কারণে ২০২২ সালে গিয়ে কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপর একাধিকবার সময় বাড়ানোর পরও এখন পর্যন্ত কাজের অনেক কিছুই বাকি রয়ে গেছে।
সম্প্রতি সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, তিনতলাবিশিষ্ট ভবনের টাইলস লাগানো, রং করা, প্লাস্টার, স্যানিটারি ফিটিংস, পানির লাইন-সংযোগসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ এখনো অসমাপ্ত। স্থানীয় বাসিন্দারা জানান, নির্মাণে নিম্নমানের বালু, সিমেন্ট ও রড ব্যবহার করা হয়েছে। অনেক সময় প্রকৌশলীর উপস্থিতি ছাড়াই ছাদের ঢালাই ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ করা হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।
থানচি উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা মো. আনিচ উল্লাহ মোবারক বলেন, সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প এত দেরিতে বাস্তবায়ন হচ্ছে কেন? কার গাফিলতিতে এ বিলম্ব, তা খতিয়ে দেখা উচিত।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইউসুফ বলেন, ‘পাশের উপজেলাগুলোর—আলিকদম, লামা ও রোয়াংছড়ির মডেল মসজিদ উদ্বোধন হয়ে গেছে। অথচ আমাদের থানচিতে কাজই শেষ হয়নি। এতে আমরা বঞ্চিত হচ্ছি।’
ঠিকাদারি প্রতিষ্ঠান ফারুক এন্টারপ্রাইজের মালিক ফারুক আহম্মদ বলেন, ‘করোনা পরিস্থিতি ও দুর্গম পাহাড়ি পরিবেশের কারণে নির্মাণসামগ্রী পরিবহন ও শ্রমিক পাওয়া কঠিন ছিল। তবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করছি।’
এ বিষয়ে গণপূর্ত বিভাগের বান্দরবান কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ চৌধুরী বলেন, ‘করোনাকালে কারণে ভূমি অধিগ্রহণ, স্থান নির্ধারণসহ নানা কারণে কাজ পিছিয়েছে। জমিসংক্রান্ত কিছু জটিলতা ছিল, তা কেটে গেছে। দ্রুত রুমা ও থানচির মডেল মসজিদ নির্মাণ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি ধর্ম মন্ত্রণালয়কে জানানো হয়েছে।’
ফরিদপুর ৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ভাঙ্গা উপজেলার ফরিদপুর-ভাঙ্গা ও বরিশাল-ভাঙ্গা মহাসড়ক এবং এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বর অবরোধ করে রেখেছে গ্রামবাসী। সড়কে গাছ ফেলে, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করছে তারা।
১৯ মিনিট আগেরংপুরের কাউনিয়ায় ইঞ্জিনচালিত ভ্যান (নছিমন) উল্টে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভেলুপাড়া এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৩১ মিনিট আগেদেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়ন যাত্রায় বর্তমানে সুশাসন, অর্থনীতি ও নীতিগত সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুশাসন ও কার্যকর নীতির সংস্কার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিশেষ করে বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে যুগোপযোগী নীতি প্রণয়ন
১ ঘণ্টা আগেগত ৫ আগস্ট খুলনায় রেডিও সেন্টার থেকে লুট হওয়া ৪১টি চায়নিজ রাইফেলের তাজা গুলি ও ৪টি চায়নিজ রাইফেলের চার্জারসহ দুজনকে আটক করেছে কেএমপির ডিবি পুলিশ।
১ ঘণ্টা আগে