ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সন্তান জন্ম দিতে গিয়ে জেসমিন বেগম (২৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় অপরাধমূলকভাবে গর্ভপাত ঘটানো এবং শিশুকে পরিত্যাগ করার অভিযোগে মৃত নারীর স্বামী আলী আহম্মেদের (৬৫) বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
গ্রেপ্তার আলী আহম্মেদ উপজেলার পিলজংগ এলাকার মৃত কাওসার শেখের ছেলে।
পুলিশ ও মৃতের স্বজনেরা জানান, গত বুধবার দুপুরের দিকে আলী আহম্মেদ শেখের স্ত্রী জেসমিন বেগম (২৭) ঘরের পাশে বাথরুমে শিশুর জন্ম দেন। সন্তান জন্মের পরই তিনি মারা যান। একপর্যায়ে বাথরুমের প্যানের মধ্য থেকে শিশুর কান্না শুনে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে যান। শিশুটিকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে খুলনা শিশু হাসপাতালে পাঠানো হয়।
জেসমিন বেগম আলী আহম্মেদ শেখের দ্বিতীয় স্ত্রী। ওই দম্পতির ১০ ও ৬ বছরের আরও দুটি সন্তান রয়েছে। নবজাতক শিশুটি তাদের তৃতীয় সন্তান। শিশুটি সাত মাসের (গর্ভ) মাথায় ভূমিষ্ঠ হয়েছে বলে জানা গেছে।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা শিমুল বলেন, সন্তান জন্ম দিতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ও শ্বাসকষ্টে মায়ের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছেন তাঁরা।
মৃত জেসমিন বেগমের মা আমেনা বেগম ও ভাই দ্বীন ইসলাম জানান, ঘটনার দিন দুপুরে প্রতিবেশীর ফোন পেয়ে তাঁরা পাশের উপজেলা মোল্লাহাট থেকে আলী আহম্মেদের বাড়িতে যান। সেখানে গিয়ে দেখেন, জেসমিন ঘরের মেঝেতে পড়ে রয়েছেন। এ সময় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁরা আরও জানান, জেসমিনের স্বামী সকাল থেকে বাড়ির বাইরে ছিলেন। মোবাইল ফোনে স্ত্রীর অসুস্থতা ও মৃত্যুর সংবাদ শুনেও তিনি আসেননি। এ ঘটনায় বুধবার রাতে মৃত জেসমিনের বাবা হাকিম মোল্লা জামাতা আলী আহম্মেদের বিরুদ্ধে অপরাধমূলকভাবে গর্ভপাত ঘটানো এবং শিশুকে পরিত্যাগ করার অভিযোগে একটি মামলা করেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, মৃত জেসমিন বেগমের স্বামী আলী আহম্মেদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সন্তান জন্ম দিতে গিয়ে জেসমিন বেগম (২৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় অপরাধমূলকভাবে গর্ভপাত ঘটানো এবং শিশুকে পরিত্যাগ করার অভিযোগে মৃত নারীর স্বামী আলী আহম্মেদের (৬৫) বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
গ্রেপ্তার আলী আহম্মেদ উপজেলার পিলজংগ এলাকার মৃত কাওসার শেখের ছেলে।
পুলিশ ও মৃতের স্বজনেরা জানান, গত বুধবার দুপুরের দিকে আলী আহম্মেদ শেখের স্ত্রী জেসমিন বেগম (২৭) ঘরের পাশে বাথরুমে শিশুর জন্ম দেন। সন্তান জন্মের পরই তিনি মারা যান। একপর্যায়ে বাথরুমের প্যানের মধ্য থেকে শিশুর কান্না শুনে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে যান। শিশুটিকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে খুলনা শিশু হাসপাতালে পাঠানো হয়।
জেসমিন বেগম আলী আহম্মেদ শেখের দ্বিতীয় স্ত্রী। ওই দম্পতির ১০ ও ৬ বছরের আরও দুটি সন্তান রয়েছে। নবজাতক শিশুটি তাদের তৃতীয় সন্তান। শিশুটি সাত মাসের (গর্ভ) মাথায় ভূমিষ্ঠ হয়েছে বলে জানা গেছে।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা শিমুল বলেন, সন্তান জন্ম দিতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ও শ্বাসকষ্টে মায়ের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছেন তাঁরা।
মৃত জেসমিন বেগমের মা আমেনা বেগম ও ভাই দ্বীন ইসলাম জানান, ঘটনার দিন দুপুরে প্রতিবেশীর ফোন পেয়ে তাঁরা পাশের উপজেলা মোল্লাহাট থেকে আলী আহম্মেদের বাড়িতে যান। সেখানে গিয়ে দেখেন, জেসমিন ঘরের মেঝেতে পড়ে রয়েছেন। এ সময় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁরা আরও জানান, জেসমিনের স্বামী সকাল থেকে বাড়ির বাইরে ছিলেন। মোবাইল ফোনে স্ত্রীর অসুস্থতা ও মৃত্যুর সংবাদ শুনেও তিনি আসেননি। এ ঘটনায় বুধবার রাতে মৃত জেসমিনের বাবা হাকিম মোল্লা জামাতা আলী আহম্মেদের বিরুদ্ধে অপরাধমূলকভাবে গর্ভপাত ঘটানো এবং শিশুকে পরিত্যাগ করার অভিযোগে একটি মামলা করেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, মৃত জেসমিন বেগমের স্বামী আলী আহম্মেদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।
স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘কৃষক আলুর দাম পাচ্ছে না, বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।’ শনিবার (৬ আগস্ট) বিকেল মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় সদ্য স্থাপিত গুয়াগাছিয়া পুলিশ ক্যাম্প পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
৩৪ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ সায়েমের অবস্থার উন্নতি হয়েছে। সাত দিন ধরে লাইফ সাপোর্টে থাকার পর আজ শনিবার মা-বাবা বলে ডাক দিয়েছেন সায়েম।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রামগামী ৪ ডাউন কর্ণফুলী কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
১ ঘণ্টা আগেমুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বেজগাঁও স্ট্যান্ড এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
১ ঘণ্টা আগে