Ajker Patrika

ঘূর্ণিঝড় ইয়াস: দুবলার চরে পানি বেড়েছে প্রায় ৫ ফুট

প্রতিনিধি
আপডেট : ২৫ মে ২০২১, ১৬: ০৭
ঘূর্ণিঝড় ইয়াস: দুবলার চরে পানি বেড়েছে প্রায় ৫ ফুট

রামপাল (বাগেরহাট): ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সকাল থেকে সাগরে জোয়ারের পানি স্বাভাবিকের তুলনায় বাড়তে শুরু করেছে।

সুন্দরবনের দুবলার চরের জেলে পল্লি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় জানিয়েছেন, সাগরে ৪ থেকে ৫ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইছে। মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে।

এদিকে মোংলার পশুর নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। পানি বাড়ায় পৌর শহরের বিভিন্ন সড়কসহ নিচু এলাকা তলিয়ে গেছে। পশুর নদীর পাড়ের কানাইনগর, চিলা, কলাতলা, সুন্দরতলা, জয়মনি এলাকার নিচু এলাকা দেড় থেকে দুই ফুট কোথাও কোথাও এর বেশিও পানি উঠেছে। তবে রাতের জোয়ারে আরও বেশি পানি বাড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে দুর্যোগ মোকাবিলায় মঙ্গলবার সকালে উপজেলায় জরুরি সভা করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। তিনি বলেন, সকল দুর্যোগ থেকে সুন্দরবন আমাদেরকে রক্ষা করে আসছে, এবারও তাই হবে। তারপরও মোংলা-রামপালে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্নোগ্রাফিতে জড়িত সেই বাংলাদেশি যুগল গ্রেপ্তার

দেবরের ছেলের সঙ্গে প্রেমের ইতি, থানায় বসে কবজি কাটলেন দুই সন্তানের মা

ভারত বলছে, ফোনালাপ হয়নি, জবাবে ট্রাম্প বললেন—তাহলে ওরা শুল্ক দিতে থাক

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে, সেটা মেনেই যুদ্ধ শেষ করো—জেলেনস্কিকে ট্রাম্প

ঋণের চাপে আত্মগোপনে থাকা কৃষক দল নেতাকে উদ্ধার করল পুলিশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত