Ajker Patrika

পৃথক স্থানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৩: ২৫
পৃথক স্থানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নেত্রকোনার পূর্বধলা ও মানিকগঞ্জের দৌলতপুরে পৃথক দুই ঘটনায় পানিতে ডুবে দুই শিশু মৃত্যু হয়েছে।

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় আজ সোমবার দুপুরে পানিতে ডুবে মাওয়া আক্তার (২) নামের এক শিশু মারা গেছে। সে উপজেলা সদরের রাজপাড়া এলাকার ফুটবল খেলোয়াড় মো. কামরুল ইসলামের মেয়ে।

তার স্বজনরা জানান, মাওয়া দুপুরে সবার অজান্তে বাড়ি সামনের পুকুরে পড়ে যায়। পরে খোঁজ পেয়ে মাওয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে মাসুদ রানা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার কলিয়া ইউনিয়নের আগ-কলিয়া গ্রামের উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। মাসুদ রানা ওই গ্রামের পান্নু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী মো. উজ্জ্বল হোসেন বলেন, দুপুরে খাওয়ার পর পাশের বাড়ির অন্য বাচ্চাদের সঙ্গে মাসুদ খেলতে বের হয়। অনেকক্ষণ বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজির পর পাশের কচুরিপানাযুক্ত ডোবায় তাকে পাওয়া যায়। পরে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন মাসুদের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত