নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনায় আওয়ামী লীগের আসন ছাড় না দেওয়ার অভিমান ভুলে অবশেষে নির্বাচনী প্রচারে নেমেছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থীরা। জেলার ছয়টি আসনের জাপা প্রার্থীরা গতকাল মঙ্গলবার সকালে প্রচার শুরু করেন।
জাপার দলীয় সূত্রে জানা গেছে, ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হলেও জাতীয় পার্টির প্রার্থীরা কোনো প্রচার শুরু করেননি। তাঁরা অনেকটাই নির্বাচন বর্জন কর্মসূচি পালন করছিলেন। আওয়ামী লীগ খুলনার একটি আসনেও জাতীয় পার্টিকে ছাড় না দেওয়ায় এত দিন দলটির প্রার্থীরা প্রচারে নামেননি। বিশেষ করে খুলনা-৬ আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। ফলে দলের ক্ষুব্ধ নেতারা নির্বাচন বর্জনের দাবি জানান।
এই অবস্থায় ২০ ডিসেম্বর নগরীর ডাকবাংলো মোড়ে দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর শাখার সভা আহ্বান করা হয়। সভায় অধিকাংশ নেতা নির্বাচন বর্জন করার পক্ষে মত দেন। এ ছাড়া খুলনা-৩ আসনের প্রার্থী মো. আব্দুল্লাহ আল মামুন, খুলনা-৫ আসনের প্রার্থী মো. শাহীদ আলম ও খুলনা-৬ আসনের প্রার্থী শফিকুল ইসলাম মধু ওই সভায় নির্বাচন থেকে এখনই সরে যাওয়ার পক্ষে জোরালো বক্তব্য দেন।
তবে অন্য তিন প্রার্থী খুলনা-১ আসনের কাজী হাসানুর রশিদ, খুলনা-২ আসনের মো. গাউসুল আজম এবং খুলনা-৪ আসনের মো. ফরহাদ হোসেন দলের নেতাদের মনোভাবের বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানিয়ে তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়ার পক্ষে মত দেন। তুমুল হইচই ও হট্টগোলের মধ্য দিয়ে শেষ হয় ওই সভা।
জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু বলেন, কিছু ক্ষোভ থাকলেও দল ও গণতন্ত্রের স্বার্থে খুলনার ছয়টি আসনে জাতীয় পার্টির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন।
খুলনায় আওয়ামী লীগের আসন ছাড় না দেওয়ার অভিমান ভুলে অবশেষে নির্বাচনী প্রচারে নেমেছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থীরা। জেলার ছয়টি আসনের জাপা প্রার্থীরা গতকাল মঙ্গলবার সকালে প্রচার শুরু করেন।
জাপার দলীয় সূত্রে জানা গেছে, ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হলেও জাতীয় পার্টির প্রার্থীরা কোনো প্রচার শুরু করেননি। তাঁরা অনেকটাই নির্বাচন বর্জন কর্মসূচি পালন করছিলেন। আওয়ামী লীগ খুলনার একটি আসনেও জাতীয় পার্টিকে ছাড় না দেওয়ায় এত দিন দলটির প্রার্থীরা প্রচারে নামেননি। বিশেষ করে খুলনা-৬ আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। ফলে দলের ক্ষুব্ধ নেতারা নির্বাচন বর্জনের দাবি জানান।
এই অবস্থায় ২০ ডিসেম্বর নগরীর ডাকবাংলো মোড়ে দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর শাখার সভা আহ্বান করা হয়। সভায় অধিকাংশ নেতা নির্বাচন বর্জন করার পক্ষে মত দেন। এ ছাড়া খুলনা-৩ আসনের প্রার্থী মো. আব্দুল্লাহ আল মামুন, খুলনা-৫ আসনের প্রার্থী মো. শাহীদ আলম ও খুলনা-৬ আসনের প্রার্থী শফিকুল ইসলাম মধু ওই সভায় নির্বাচন থেকে এখনই সরে যাওয়ার পক্ষে জোরালো বক্তব্য দেন।
তবে অন্য তিন প্রার্থী খুলনা-১ আসনের কাজী হাসানুর রশিদ, খুলনা-২ আসনের মো. গাউসুল আজম এবং খুলনা-৪ আসনের মো. ফরহাদ হোসেন দলের নেতাদের মনোভাবের বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানিয়ে তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়ার পক্ষে মত দেন। তুমুল হইচই ও হট্টগোলের মধ্য দিয়ে শেষ হয় ওই সভা।
জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু বলেন, কিছু ক্ষোভ থাকলেও দল ও গণতন্ত্রের স্বার্থে খুলনার ছয়টি আসনে জাতীয় পার্টির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ ফয়ছল তালুকদারকে (৩৮) গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা-পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ শহরের হাসপাতাল সড়কের খালিক মঞ্জিলের সামনে অভিযান চালিয়ে শাহ ফয়ছল তালুকদারকে গ্রেপ্তার করা হয়।
৩ মিনিট আগেবাংলা নববর্ষ উদ্যাপনের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় কবিতা পরিষদ। তাদের ভাষ্য, বাংলা নববর্ষকে ‘অনৈসলামিক’ বা ‘বিদেশি সংস্কৃতি’ বলে নানা ধরনের উসকানি ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বাংলা নববর্ষ নিয়ে এই অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে পরিষদ।
৯ মিনিট আগেপড়তে সক্ষম হলেও নিজের হাতে লেখার শক্তি নেই সামিরা আক্তার শ্যামলীর। দুই মাস আগে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে হাতের শক্তি হারিয়েছে সে। হাতের শক্তি হারালেও মনোবল ভাঙেনি তার। অন্যের সাহায্যে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে সে। একটি কক্ষে সে প্রশ্নের জবাব বলছে, আর পাশে বসা একই মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী মারুফা
২১ মিনিট আগেফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে গাজায় গণহত্যা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। সাদা দলের যুগ্ম আহ্বায়ক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস সালাম বলেন, ‘পৃথিবীতে মানবাধিকার বলতে যে কিছু আছে আজ আর তা কেউ বিশ্বাস করতে চাচ্ছে না। সব অধিকার গাজায়...
২৪ মিনিট আগে