Ajker Patrika

আগামীকাল থেকে দ্বিতীয় ডোজের টিকা প্রয়োগ

নিজস্ব প্রতিবেদক
আগামীকাল থেকে দ্বিতীয় ডোজের টিকা প্রয়োগ

আগামীকাল থেকে শুরু হচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান টিকা প্রয়োগ কার্যক্রমের দ্বিতীয় ডোজ দেওয়া। সারা দেশে এক হাজারের বেশি সেন্টারে এ কর্মসূচি শুরু হবে। এরই মধ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন বুধবার (৭ এপ্রিল) আজকের পত্রিকাকে বলেন, প্রথম দিন লাখের বেশি টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। টিকা পেতে সঙ্গে আনতে হবে টিকা কার্ড। শুধুমাত্র ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত টিকা নেওয়া যাবে। তবে রমজানে সূচির কিছুটা পরিবর্তন হতে পারে।

তিনি বলেন, যে টিকা আছে তাতে দ্বিতীয় ডোজ দেওয়া যাবে। শেষ না হতেই আশা করা হচ্ছে ভারতের সঙ্গে চুক্তিকৃত বাকি টিকা চলে আসবে।

সোমবার (৫ এপ্রিল) প্রথম ডোজের টিকা প্রয়োগ বন্ধ হওয়ার কথা থাকলেও পরে অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, দ্বিতীয় ডোজ চলাকালীন প্রথম ডোজের জন্য নিবন্ধনকারীরা চাইলে টিকাও নিতে পারবেন।

এর আগে গত মঙ্গলবার থেকে দেশজুড়ে দ্বিতীয় ডোজের টিকা পৌঁছে দেওয়া হয়েছে। জেলা পর্যায়ে গঠিত কমিটি নিজ নিজ জেলার টিকা গ্রহণ করে। আর পুরো কাজটি করছে টিকা সরবরাহকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিটিক্যালস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘সুদে ১৭ লাখ নিয়ে ১৮ লাখ টাকা ফেরত দিয়েছি, তবুও বাড়ি দখল’

১৬ ডিসেম্বরের পর পুরোনো ও নতুন মোবাইল ফোনের রেজিস্ট্রেশন হবে যেভাবে

মেটার ডেটা সেন্টার হওয়ার পর শুকিয়ে যাচ্ছে স্থানীয়দের টিউবওয়েল

ভারতীয় নারী ক্রিকেটারের খেলা দেখে ভাষা হারিয়ে ফেলেছেন মারুফা

১০ বছরের প্রতিরক্ষা চুক্তি করল ভারত-যুক্তরাষ্ট্র

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ