Ajker Patrika

রাজধানীর রূপনগরে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ২

ঢামেক প্রতিনিধি
আপডেট : ২৫ মার্চ ২০২২, ১২: ৪০
রাজধানীর রূপনগরে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ২

রাজধানীর রূপনগরে বিরুলিয়া বেড়িবাঁধে দুটি ট্রাক ও একটি পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পিকআপ ভ্যানের ওপরে থাকা চার শ্রমিক ও এক ট্রাকড্রাইভার আহত হন। পরে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ওলে দুজন মারা যান।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঘটা এ সংঘর্ষে নিহতরা হলেন কোকাকোলা গাড়ির শ্রমিক রফিক (২৫) ও ট্রাকচালক বাদল (৪৫)। আহতরা হলেন ফয়সাল (১৯), সেলিম (২৬), রিপন (২৫) ও আলম (৪৫)। 

মৃত রফিকের সহকর্মী জিলানী সর্দার জানান, রফিক শ্রমিকের কাজ করতেন। রাতে টঙ্গী থেকে একটি পিকআপে কোকাকোলা নিয়ে শ্যামলী যাচ্ছিলেন। পিকআপের ওপরে চারজন ছিলেন। রূপনগর বেড়িবাঁধ এলাকায় গেলে একটি পাথরের ট্রাক ও একটি বালুর ট্রাকের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে পিকআপের ওপরে থাকা তিন শ্রমিক ও চালক আলম আহত হন। পরে তাঁদের হাসপাতালে নিয়ে এলে শ্রমিক রফিক মারা যান। মৃত রফিকের বাড়ি লালমনিরহাট সদরে। বাবার নাম আবু জাফর। 

মৃত বাদলের বাবা খলিলুর রহমান জানান, তাঁদের বাড়ি শরীয়তপুর জেলার ডামুড্ডা উপজেলায়। বর্তমানে উত্তরা নলগোলা এলাকায় থাকতেন বাদল।

 তিনি ১০ চাকার বড় ট্রাক চালাতেন। ঘটনার সময় তিনি মুন্সিগঞ্জ থেকে পাথর নিয়ে টঙ্গীর দিকে যাচ্ছিলেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত