Ajker Patrika

সাধারণ ছুটির সিদ্ধান্ত এখনও হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ২৪ মার্চ ২০২১, ১৭: ২৬
সাধারণ ছুটির সিদ্ধান্ত এখনও হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়লেও এখনও সাধারণ ছুটি বা লকডাউনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এমবিবিএস পরীক্ষা নিয়ে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।

রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে ছুটির সিদ্ধান্ত  নেওয়া হয় উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন,  স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে কোনো অর্ডার পাস করে না। আমাদের জানামতে, সাধারণ ছুটির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সর্বোচ্চ পর্যায় থেকে এমন কোনো সিদ্ধান্ত হলে জানিয়ে দেবো।

দেশের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে জাহিদ মালেক বলেন, স্বাস্থ্যবিধি ও সেবায় বেশি নজর দিচ্ছি আমরা । যেসব জায়গায় করোনা বাড়ছে সেগুলো আমরা তুলে ধরেছি। সেসব জায়গা নিয়ন্ত্রণ করতে পারলে সংক্রমণ বাড়বে না।

বাংলাদেশে সম্প্রতি করোনার সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সাড়ে তিন হাজার কভিড রোগী শনাক্তের তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নয় মাসের মধ্যে এটিই দৈনিক সর্বোচ্চ সংক্রমণ সংখ্যা।

বাংলাদেশে এ পর্যন্ত  ৫ লাখ ৭৭ হাজার ২৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।  এ ভাইরাসের সংক্রমণে এ পর্যন্ত বাংলাদেশে মারা গেছেন  ৮ হাজার ৭৩৮ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত