Ajker Patrika

বাংলাদেশে থেকে রেমডেসিভির আমদানি করতে চায় ঝাড়খণ্ড

আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ১৭: ২৩
বাংলাদেশে থেকে রেমডেসিভির আমদানি করতে চায় ঝাড়খণ্ড

ঢাকা: বাংলাদেশ থেকে কোভিডে জীবন রক্ষাকারী ওষুধ রেমডেসিভির কিনতে চায় ভারতের ঝাড়খণ্ড রাজ্য সরকার। এর জন্য ভারতের কেন্দ্রীয় রসায়ন ও সার মন্ত্রী ডি ভি সদানন্দ গৌড়ার কাছে চিঠিও দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন। গতকাল রোববার এক টুইটে মুখ্যমন্ত্রী নিজেই এ তথ্য জানান।

টুইট বার্তায় হেমন্ত বলেন,  ঝাড়খণ্ডে গুরুতর করোনা রোগীদের জন্য রেমডেসিভিরের চাহিদা বাড়ছে। এখানে এই অ্যান্টিভাইরাল ওষুধটি পাওয়া যাচ্ছে না। সেই কারণে আন্তর্জাতিক বাজারের দিকে তাকাতে হচ্ছে। বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের কাছ থেকে ১০ লাখ ডলারে ৫০ হাজার পিস রেমডেসিভির কেনার জন্য যোগাযোগ করা হয়েছে।

কেন্দ্রীয় সরকারের মন্ত্রীর কাছে লেখা চিঠিতে মন্ত্রীর উদ্দেশে হেমন্ত বলেন,  ভারতে যেসব কোম্পানি রেমডেসিভির উৎপাদন করে, তারা চাহিদা মেটাতে পারছে না। সেই কারণে আন্তর্জাতিক বাজারের দিকে তাকাতে হচ্ছে। বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের কাছ থেকে ‘কোটেশন’ পাওয়া গেছে। বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে ঝাড়খণ্ড সেই ওষুধ দ্রুত সংগ্রহ করতে চায়।

ভারতে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। বর্তমানে দৈনিক সংক্রমণ আড়াই লাখ ছাড়িয়ে গেছে। দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ৬১ হাজার ৯১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৭৮ হাজার ৭৬৯ জন।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত