Ajker Patrika

তাড়াইলে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত

প্রতিনিধি, (তাড়াইল) কিশোরগঞ্জ
তাড়াইলে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের তাড়াইলে জাতীয় গণহত্যা দিবস (২৫ মার্চ) উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের স্মৃতিচারণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তারেক মাহমুদ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, ১৯৭১ এর এ দিনে বাঙালির জীবনে নেমে আসে ভয়ংকর কালরাত। এই রাতে বর্বর পাকিস্তানি বাহিনী হিংস্র দানবের মতো বাঙালির ওপর হত্যাযজ্ঞ চালায়। এ দিন বিশ্ববাসী প্রত্যক্ষ করেছিল ইতিহাসের এক নৃশংস বর্বরতা।

মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হাই একাত্তরের স্মৃতিচারণ করে বলেন, বঙ্গবন্ধুর ডাকে আমরা যুদ্ধ করে পাক হানাদার বাহিনীর কাছ থেকে ছিনিয়ে এনেছি লাল সবুজের পতাকা। পেয়েছি একটি স্বাধীন বাংলাদেশ। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশটাকে বিশ্ব দরবারে তুলে ধরতে অক্লান্ত প্ররিশ্রম করছেন। অথচ পাকিস্থানের দালালরা এখনও দেশটাকে অস্থিতিশীল করে রেখেছে।  

এসময় সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, ওসি মো.মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হাই, দামিহা ইউিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক আজহার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আলমাছ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়াসহ আরো অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত