রিক্তা রিচি
মা
আমার মা জানেন সংসারের দৈর্ঘ্য-প্রস্থ
জানেন তেল, নুন মসলার বাটিগুলোর মাপ।
বুকে পাথর রেখে হাসি বিলি করার নামতাও
কেবল মা জানেন।
আমার মায়ের দৈবশক্তি আছে জানেন,
তিনি কখনো অসুস্থ হন না।
ঘরের সবার মৌসুমি জ্বর হয়, ঠান্ডা লাগে, মন খারাপ হয়,
কিন্তু মায়ের কিছুই হয় না।
মাঝে মাঝে আমার পুরোনো দুঃখগুলো
গরম তেলের মতো তেজ দেখালে
মা সেখানেও মমতার পরশ বুলিয়ে দেন।
আমাকে শেখান—কীভাবে বিষাদের চোখগুলোকে—
সেলাই করতে হয়।
শেখান—কীভাবে প্রচণ্ড ঝড়ে ভয় না পেয়ে—
নিজেকে শান্ত রাখতে হয়।
মা বরাবরই আমাকে স্বপ্ন দেখতে বলেন,
অনেক অনেক বড় স্বপ্ন।
আমার স্বপ্ন আর সফলতাগুলোকে তিনি বুকে টেনে নেন।
কিন্তু মায়ের আলাদা কোনো স্বপ্ন নেই।
অথচ একদিন তিনি আকাশ হতে চাইতেন,
কখনো কখনো পাখি হয়ে পুরো আকাশজুড়ে
বিচরণ করতে চাইতেন।
আজ মা কেবলই বাবার শাসন, চোখ রাঙানো,
সংসারের অভাব, সমাজের সংকীর্ণতা সহ্য করার মতো
একটি মাটির পুতুল।
যা সাতাশ বছর আগে জ্বালিয়ে-পুড়িয়ে শক্ত করা হয়েছিল।
যেতে চাইলে যাও
যেতে চাইলে ভালোবাসার শিকড়—
উপড়ে দিয়ে চলে যাও
আর কখনো, কোনো দিন ফিরে আসবে না।
সাত হাজার চৌদ্দ ঘণ্টাকে চিতার অনলে পুড়িয়ে
শেষ বিকেলের পাখি হয়ে চলে যাও।
সমস্ত উঠোন, সদর দরজা সব খোলা
চাইলেই যেতে পারো।
তবে মনে রেখো,
আমাকে পেঁয়াজের মতো—
কুচিকুচি করে চলে গেলেও
আমি কাঁদব না।
রাতের কামিজ জড়িয়ে,
তোমার জন্য অপেক্ষার ডালা সাজাব না।
একা নিজের জন্য বাঁচতে শিখে যাব
কলার মোচার মতো ভেঙে গেলেও,
বারংবার সবুজ চারা হয়ে জেগে উঠব।
মনে রেখো,
একদিন তুমি কাঁদবে, কাতরাবে,
বাইন মাছের মতো ছটফট করবে।
এক বুক ভালোবাসার বিশ্বাস,
আমাকে হারানোর অপরাধে
এক পৃথিবী ভরা দীর্ঘশ্বাস—
নিয়ে নিঃস্ব হয়ে যাবে।
শূন্যের নামতা
রাত বাড়ছে
গাড়ির হর্নগুলো দ্বিরুক্ত আওয়াজ তুলছে
অন্ধকার এক গালিচায় আমরা হেঁটে চলছি,
এক পথ থেকে আরেক পথের দিকে।
শূন্যের নামতা ধরে আরও কত শত—
মানুষ হেঁটে যায়!
কেউবা মাঝপথে হারিয়ে যায়।
কেউবা শেষ গোধূলির সাথে মিশে যায়।
থেকে যায় কিছু ঝরে যাওয়া পাতা।
ভোরে সেগুলোও নিয়ে যায় পরিচ্ছন্নতাকর্মীরা।
শব্দহীন বাঁচা
শব্দদূষণের এই শহরে
কেউ কেউ শব্দহীন হয়ে বাঁচে
আঘাতে আঘাতে ক্ষয়ে গেছে যে পাহাড়
সে এখন বাঁচে বুকভরা ঝরনা নিয়ে
তুমি ও তোমরা যার রূপ দেখে মুগ্ধ হও
তার রাতভোরে শব্দহীন ক্ষরণ দেখোনি
দেখোনি কতটা পুড়ে, কতটা ক্ষয়ে, কতটা জল ঝরিয়ে
সে তোমায় দোলনচাঁপার মতো সৌন্দর্য বিলায়।
যে হরিণ-শাবকের চোখ ও শরীর দেখে মুগ্ধ হও
সেও বাঁচার জন্য সমস্ত শক্তি নিয়ে দৌড়ায়
দৌড়ায় কোনো এক হৃদয়বান্ধব আশ্রয়ের খোঁজে।
কখনো পায়, কখনো পায় না, ধরা পড়ে জালে।
জীবন সরলরেখা নয়, ব্যাকরণও মানে না সে।
সংগ্রামী দু'হাত জানে, জানে পথে কত শত বাধা!
মা
আমার মা জানেন সংসারের দৈর্ঘ্য-প্রস্থ
জানেন তেল, নুন মসলার বাটিগুলোর মাপ।
বুকে পাথর রেখে হাসি বিলি করার নামতাও
কেবল মা জানেন।
আমার মায়ের দৈবশক্তি আছে জানেন,
তিনি কখনো অসুস্থ হন না।
ঘরের সবার মৌসুমি জ্বর হয়, ঠান্ডা লাগে, মন খারাপ হয়,
কিন্তু মায়ের কিছুই হয় না।
মাঝে মাঝে আমার পুরোনো দুঃখগুলো
গরম তেলের মতো তেজ দেখালে
মা সেখানেও মমতার পরশ বুলিয়ে দেন।
আমাকে শেখান—কীভাবে বিষাদের চোখগুলোকে—
সেলাই করতে হয়।
শেখান—কীভাবে প্রচণ্ড ঝড়ে ভয় না পেয়ে—
নিজেকে শান্ত রাখতে হয়।
মা বরাবরই আমাকে স্বপ্ন দেখতে বলেন,
অনেক অনেক বড় স্বপ্ন।
আমার স্বপ্ন আর সফলতাগুলোকে তিনি বুকে টেনে নেন।
কিন্তু মায়ের আলাদা কোনো স্বপ্ন নেই।
অথচ একদিন তিনি আকাশ হতে চাইতেন,
কখনো কখনো পাখি হয়ে পুরো আকাশজুড়ে
বিচরণ করতে চাইতেন।
আজ মা কেবলই বাবার শাসন, চোখ রাঙানো,
সংসারের অভাব, সমাজের সংকীর্ণতা সহ্য করার মতো
একটি মাটির পুতুল।
যা সাতাশ বছর আগে জ্বালিয়ে-পুড়িয়ে শক্ত করা হয়েছিল।
যেতে চাইলে যাও
যেতে চাইলে ভালোবাসার শিকড়—
উপড়ে দিয়ে চলে যাও
আর কখনো, কোনো দিন ফিরে আসবে না।
সাত হাজার চৌদ্দ ঘণ্টাকে চিতার অনলে পুড়িয়ে
শেষ বিকেলের পাখি হয়ে চলে যাও।
সমস্ত উঠোন, সদর দরজা সব খোলা
চাইলেই যেতে পারো।
তবে মনে রেখো,
আমাকে পেঁয়াজের মতো—
কুচিকুচি করে চলে গেলেও
আমি কাঁদব না।
রাতের কামিজ জড়িয়ে,
তোমার জন্য অপেক্ষার ডালা সাজাব না।
একা নিজের জন্য বাঁচতে শিখে যাব
কলার মোচার মতো ভেঙে গেলেও,
বারংবার সবুজ চারা হয়ে জেগে উঠব।
মনে রেখো,
একদিন তুমি কাঁদবে, কাতরাবে,
বাইন মাছের মতো ছটফট করবে।
এক বুক ভালোবাসার বিশ্বাস,
আমাকে হারানোর অপরাধে
এক পৃথিবী ভরা দীর্ঘশ্বাস—
নিয়ে নিঃস্ব হয়ে যাবে।
শূন্যের নামতা
রাত বাড়ছে
গাড়ির হর্নগুলো দ্বিরুক্ত আওয়াজ তুলছে
অন্ধকার এক গালিচায় আমরা হেঁটে চলছি,
এক পথ থেকে আরেক পথের দিকে।
শূন্যের নামতা ধরে আরও কত শত—
মানুষ হেঁটে যায়!
কেউবা মাঝপথে হারিয়ে যায়।
কেউবা শেষ গোধূলির সাথে মিশে যায়।
থেকে যায় কিছু ঝরে যাওয়া পাতা।
ভোরে সেগুলোও নিয়ে যায় পরিচ্ছন্নতাকর্মীরা।
শব্দহীন বাঁচা
শব্দদূষণের এই শহরে
কেউ কেউ শব্দহীন হয়ে বাঁচে
আঘাতে আঘাতে ক্ষয়ে গেছে যে পাহাড়
সে এখন বাঁচে বুকভরা ঝরনা নিয়ে
তুমি ও তোমরা যার রূপ দেখে মুগ্ধ হও
তার রাতভোরে শব্দহীন ক্ষরণ দেখোনি
দেখোনি কতটা পুড়ে, কতটা ক্ষয়ে, কতটা জল ঝরিয়ে
সে তোমায় দোলনচাঁপার মতো সৌন্দর্য বিলায়।
যে হরিণ-শাবকের চোখ ও শরীর দেখে মুগ্ধ হও
সেও বাঁচার জন্য সমস্ত শক্তি নিয়ে দৌড়ায়
দৌড়ায় কোনো এক হৃদয়বান্ধব আশ্রয়ের খোঁজে।
কখনো পায়, কখনো পায় না, ধরা পড়ে জালে।
জীবন সরলরেখা নয়, ব্যাকরণও মানে না সে।
সংগ্রামী দু'হাত জানে, জানে পথে কত শত বাধা!
আজ কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুদিন। ১৩ বছর আগে ২০১২ সালের আজকের দিনে তিনি মারা গিয়েছিলেন। তিনি ছিলেন আমাদের সময়ের কথাকার, তিনি হয়ে উঠেছেন সময়েরও ওপারে এক জীবন্ত চরিত্র।
৫ দিন আগেবায়ান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তর হয়ে রক্তক্ষয়ী জুলাই গণ-অভ্যুত্থান, বিপ্লবী—এই পথপরিক্রমায় যাঁর কবিতা মুক্তিকামী গণমানুষকে অনুপ্রাণিত করেছে, তিনি সবুজের কবি আল মাহমুদ। দ্রোহ, প্রেম, প্রকৃতি ও প্রার্থনার কবি আল মাহমুদের ৯০তম জন্মদিন আজ শুক্রবার (১১ জুলাই)।
১২ দিন আগেপৃথিবীর বিস্ময় ডোনাল্ড ট্রাম্প। জীবনে হননি কী! তিনবারের স্বামী, পাঁচবার বাবা, কয়েকবার বিলিয়নিয়ার, দুবারের মার্কিন প্রেসিডেন্ট ও হাজারো টুইটের কবি। কিন্তু এত প্রাপ্তির মাঝেও রয়ে গেছে এক শূন্যতা। তাঁর ঝুলিতে এখনো নেই নোবেল শান্তি পুরস্কার। ‘হিংসুটে’ নোবেল কমিটির কারণেই তাঁর জীবনে আজও এই অপ্রাপ্তি।
১৩ দিন আগেবাংলা সাহিত্যের নক্ষত্র, নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের ৩৫টি হাতে লেখা চিঠি ও ১৪টি খাম আগামী সপ্তাহে নিলামে উঠছে। এর আনুমানিক মূল্য ধরা হয়েছে ৫-৭ কোটি রুপি। মূল্য ও ব্যাপ্তির দিক থেকে কবির সৃষ্টিকর্মের সবচেয়ে বড় নিলাম হতে চলেছে এটি। এই ঐতিহাসিক নিলামটি ২৬-২৭ জুন অনলাইনে আয়োজন করবে মুম্বাইভিত্তিক
২৩ জুন ২০২৫