ম. রাশেদুল হাসান খান
এক মগ কফি, কি! শুধুই কফি-
নাকি? স্বাদ, ঘ্রাণ ও দৃষ্টি ইন্দ্রিয়ের মিশেল,
আসলেই কৌতুহলজাগানিয়া অম্ল মিশ্রিত তিতকুটে পানীয়।
চুমুকেই মুখের জ্যামিতির পরিবর্তন,
সুঘ্রাণেই অর্ধভোজন, দর্শনেও নিগূঢ় তৃপ্তি
এইতো কফি!
এসপ্রেসো, অ্যামেরিকানো, কাপ্পোচিনো, টার্কিশ কিংবা লাতে
তৈরী হয় সবই একই রূপে-
সুনিপুণ বারিস্তার দক্ষতা ও পেশাদারিত্বে।
পেয়ালাতে ঠোট ছোঁয়ালেই, উষ্ণতা অথবা হিমতার আবেশে,
ক্লান্তি, নিরসতা, অলসতা কাটে তীব্র ক্যাফেইনে।
সম্পর্ক জোড়ায়, ভাব-প্রকাশে, আবেগে কফি-প্রস্তাবেতো বটেই
পেশাদারিত্বের প্রয়োজনেও-মনের দুয়ার খুলে
তাইতো বসতে হয় মুখোমুখি কফি-ভর্তি কাপে।
এক মগ কফি, কি! শুধুই কফি-
নাকি? স্বাদ, ঘ্রাণ ও দৃষ্টি ইন্দ্রিয়ের মিশেল,
আসলেই কৌতুহলজাগানিয়া অম্ল মিশ্রিত তিতকুটে পানীয়।
চুমুকেই মুখের জ্যামিতির পরিবর্তন,
সুঘ্রাণেই অর্ধভোজন, দর্শনেও নিগূঢ় তৃপ্তি
এইতো কফি!
এসপ্রেসো, অ্যামেরিকানো, কাপ্পোচিনো, টার্কিশ কিংবা লাতে
তৈরী হয় সবই একই রূপে-
সুনিপুণ বারিস্তার দক্ষতা ও পেশাদারিত্বে।
পেয়ালাতে ঠোট ছোঁয়ালেই, উষ্ণতা অথবা হিমতার আবেশে,
ক্লান্তি, নিরসতা, অলসতা কাটে তীব্র ক্যাফেইনে।
সম্পর্ক জোড়ায়, ভাব-প্রকাশে, আবেগে কফি-প্রস্তাবেতো বটেই
পেশাদারিত্বের প্রয়োজনেও-মনের দুয়ার খুলে
তাইতো বসতে হয় মুখোমুখি কফি-ভর্তি কাপে।
গতবছরের আন্দোলন দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। প্রবাসীরা নানা জায়গা থেকে একাত্মতা প্রকাশ করেছিলেন, কেউ সরাসরি আন্দোলনে যোগ দিতে দেশে এসেছিলেন, কেউ বা বিদেশ থেকেই আর্থিক, সামাজিক ও সাংস্কৃতিক সহায়তা দিয়ে আন্দোলনকে শক্তিশালী করেছিলেন। প্রবাসীদের এমন ভূমিকা
১৬ ঘণ্টা আগেচোখ মেলে দেখি সাদা পরী আকাশি রঙের খাম হাতে দাঁড়িয়ে আছে। সামনে বিস্তীর্ণ জলরাশি। সমুদ্র পাড়ের বেঞ্চে শরীর এলিয়ে শুয়ে আছি। হাতে শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর “সাঁতারু ও জলকন্যা”। সমুদ্রের ঢেউ এর আছড়ে পড়ার শব্দ আর ঝিরি ঝিরি বাতাসে খুব বেশিক্ষণ বইটার দিকে তাকিয়ে থাকতে পারিনি।
৯ দিন আগেবাংলা সাহিত্যের শক্তিমান কবি মীর আবদুস শুকুর আল মাহমুদের স্মৃতিকে সম্মান জানাতে গুলশানে নির্মিত ‘কবি আল মাহমুদ পাঠাগার’ উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। আজ মঙ্গলবার বিকেলে শহীদ তাজউদ্দীন আহমদ পার্কে আয়োজিত অনুষ্ঠানে পাঠাগারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
১৪ দিন আগেকাচের আচ্ছাদনের ভেতর অনেক পুরোনো একটা ডায়েরি। তার একটি পাতা মেলে ধরা। পাতাটিতে লেখা রয়েছে এস এম সুলতানের সংক্ষিপ্ত পরিচিতি, নাম-ঠিকানা। সে পাতারই নিচের দিকে লেখা—‘আপনি কেন ছবি আঁকেন? বিশ্ব প্রকৃতিকে ভালোবাসি বলে’। নিচে শিল্পীর নাম লেখা।
১৮ দিন আগে