Ajker Patrika

সুকুমার সাহিত্যে রসনাতৃপ্তি 

ইন্দিরা মুখোপাধ্যায়
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১২: ৪৯
সুকুমার সাহিত্যে রসনাতৃপ্তি 

ময়মনসিংহের মসূয়া গ্রামের সৃষ্টিশীল রায়চৌধুরী পরিবার। বংশানুক্রমে ছেলেপুলের হাতে সাহিত্য সৃষ্টির ব্যাটন ধরিয়ে দিয়েছিলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। রবিঠাকুরের রাজর্ষি উপন্যাসের দুটি চরিত্র হাসি ও তাতার নামানুসারে তাঁর বড় মেয়ে এবং বড় ছেলের ডাকনাম রেখেছিলেন সুখলতা ও সুকুমার। এই তাতা বা আমাদের প্রিয় সুকুমার রায়ের শিবনাথ শাস্ত্রী মহাশয়ের ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ে (সেখানে তখন ছেলে ও মেয়ে উভয়েই পড়তে পারত) প্রাথমিক শিক্ষা আর সেখান থেকে সোজা সিটি কলেজিয়েট স্কুল থেকে এন্ট্রান্স পাস করে প্রেসিডেন্সি কলেজ থেকে পদার্থবিদ্যা ও রসায়নে স্নাতক হওয়া। এরপর মুদ্রণবিদ্যায় উচ্চতর শিক্ষার জন্য ইংল্যান্ড যাত্রা। এরোবিয়া স্টিমারে চড়ে। তার মাঝে গুরুপ্রসন্ন বৃত্তিলাভ আর লন্ডনের স্কুল অব ফটো এনগ্রেভিং অ্যান্ড লিথোগ্রাফিতে ভর্তি হওয়া। ফেলো অব দ্য রয়্যাল ফটোগ্রাফিক সোসাইটি উপাধি নিয়ে দুবছর বাদে কলকাতায় ফিরে ফটোগ্রাফার, লিথোগ্রাফার ও মুদ্রণশিল্পী হিসেবে কাজ শুরু। কেমন করে বাংলার ছাপাখানার উন্নতিসাধন করা যায় আর সেই সঙ্গে মুদ্রণশিল্পের চর্চার ফাঁকে ফাঁকে নিজের সাহিত্যচর্চায় একান্ত মনোনিবেশ। বিলেত থেকে ফেরার দুবছরের মধ্যেই বাবা উপেন্দ্রকিশোর মারা গেলেন। ব্যাটন পাস অন করেছেন পুত্রের হাতে। পিতার যোগ্য উত্তরসূরি পুত্র সুকুমারের ঘাড়ে তখন ‘সন্দেশ’ পত্রিকার সম্পাদনার কাজও এসে পড়ল। যে পত্রিকার নাম সন্দেশ, তার সম্পাদক যে উপাদেয় এই মিষ্টান্নের খোঁজখবর দেবেন, তা বলাই বাহুল্য। আর নিজের গুরুগম্ভীর সব কাজকর্মের ফাঁকে তাঁর নিরলস সাহিত্য সৃষ্টি ছিল মনের খোরাক, যেখানে আবার পেটের খোরাকের প্রসঙ্গও যে বানভাসি, তা সুকুমার সাহিত্য পাঠ করলেই বোঝা যায়। কিন্তু মাত্র ৩৬টা বছর। ফুরিয়ে গেল খুব তাড়াতাড়ি। শেষ রক্ষে হয়েও হলো না যেন। ছড়া, ছবি, ধাঁধা, গান, নাটক, গল্প, প্রবন্ধ, ফটোগ্রাফি—সবের মধ্যেই রয়ে গেল সুকুমার ইম্প্রেশন। কাগজে-কলমে, ছবিতে-ছড়ায় তাঁর নতুন নতুন আজব সব সৃষ্টি—কুমড়োপটাশ, হুঁকোমুখো হ্যাংলা, হ্যাংলাথোরিয়াম, গোমড়াথোরিয়াম, হাঁসজারু, বকচ্ছপ, কাতুকুতুবুড়ো, হিজবিজবিজ, কাকেশ্বর কুচকুচে, রামগরুড়ের ছানা, পাগলা দাশু বাংলা সাহিত্যের অন্যতম ননসেন্সিক্যাল ক্যারেক্টার হয়ে আজও রসে টইটুম্বুর।

প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় থেকেই রসেবশে সুকুমারের মস্তিষ্কপ্রসূত ননসেন্স ক্লাবের সূচনা। ক্লাবে হাতে লেখা একটি পত্রিকাও বের হতো তখন। যার নাম ‘সাড়ে বত্রিশভাজা’। পত্রিকার লোগোতে ছিল বত্রিশ রকমের ভাজাভুজির ওপরে আধখানি লঙ্কা। সেখানেও সেই ক্রিস্পি আর ক্রাঞ্চি একটা ভাব। শুনেই নোলা শকশক করে ওঠে তা পড়ার জন্য। সেই পত্রিকার সম্পাদকের পাতার শিরোনাম ছিল ‘পঞ্চতক্তিপাঁচন’। নাম শুনে নাক সিটকালেও খাবার শুরু করার আগে খালি পেটে নিমপাতা বা কালমেঘের মতো সম্পাদকীয় গলাধঃকরণ করে নিয়ে তবেই না বত্রিশভাজায় কামড়।

এরপর বিলেত থেকে ফিরে তাঁদের গড়পার রোডের বাড়িতে প্রতি সোমবার সুকুমার রায় আসর বসাতেন ‘মানডে ক্লাব’-এর, যার মূল আকর্ষণই ছিল খাওয়াদাওয়া। তা দেখে কেউ কেউ আবার ক্লাবের নাম দিয়েছিলেন মণ্ডা ক্লাব। নাম শুনলেই মণ্ডা-মিঠাইয়ের কথা মনে পড়তে বাধ্য।

 ‘‘যত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে, 
জড়ো করে আনি সব—থাকো সেই আশাতে’
ঠিকই তো। যিনি অবাক জলপানের কল খুলে দিয়ে হাস্যরসে ভাসিয়ে দেন তাঁর যে শয়নে, স্বপনে জাগরণে খাওয়াদাওয়ার ভাবনাচিন্তা থাকবে না, তা তো আর হয় না। বাংলা ভাষার তপ্তখোলায় ‘তাতা’র সৃষ্ট সুকুমার সাহিত্য তো রসেবশে, খাদ্যরসে বানভাসি এক্কেবারে। সেই উত্তপ্ত বালি খোলায় আমরা না হয় সেই মুচমুচে স্বাদ নিয়েই ফেলি তবে। 
বিশিষ্ট খাদ্যরসিকদের তালিকায় সুকুমার রায়ও যে ছিলেন, তা বলাই বাহুল্য। তাঁর পদ্যে গদ্যে এমন উদাহরণ ভূরি ভূরি। তিনি পাতি বাঙালির মতো করেই যেন রান্নার কথা ফলাও করে বলেছেন খাইখাই কবিতায়। আর পাঠক সেই ফাঁকে খুঁজে নেন তার গূঢ় অর্থ। তিনি যে খুলে দিয়েছিলেন খেয়াল খাতার পাতা। মেলে ধরেছিলেন খেয়াল রসের কাব্য। সেই রসের সঙ্গে রসনার রসও পর্যাপ্ত ছিল, তা যারা বোঝেননি তারা সে রসে বঞ্চিত। 

 ‘খাই খাই কর কেন, এস বস আহারে—
খাওয়াব আজব খাওয়া, ভোজ কয় যাহারে। 
যত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে, 
জড়ো করে আনি সব,—থাক সেই আশাতে। 
ডাল ভাত তরকারি ফলমূল শস্য, 
আমিষ ও নিরামিষ, চর্ব্য ও চোষ্য,’

সেখানে আবার রুটি-লুচি, ভাজাভুজি, টক ঝাল মিষ্টি ছাড়াও স্থান পেয়েছে ময়রা ও পাচকের সৃষ্টি থেকে ফলাহারও। সেই ফলাহার আবার শুধু চিঁড়ে-দই দিয়ে হবে না, ফল না থাকলে তা বৃথা...সে কথাও বলেছেন তিনি। সবশেষে কচুপোড়াও ঠাঁই পেয়েছে। 

আবার ‘হুলোর গান’? সেখানেও ‘গালফোলা মুখে তার মালপোয়া ঠাসা’ কিংবা ‘কহ ভাই কহ রে’তে বদ্যিরা কেন কেউ আলুভাতে খায় না? কারণ হিসেবে বলেছেন,
 ‘লেখা আছে কাগজে আলু খেলে মগজে
ঘিলু যায় ভেস্তিয়ে বুদ্ধি গজায় না।’
সেখানেও সেই বিজ্ঞানমনস্কতা প্রকাশ পেল সে যুগেও। অত্যধিক আলুও যে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তা বোধ হয় জেনেবুঝেই এমন লিখেছিলেন। 
 ‘নিরুপায়’ কবিতাতেও ছত্রে ছত্রে মুখের রুচি ও পেটের সুখ। 

 ‘বসি বছরের পয়লা তারিখে
মনের খাতায় রাখিলাম লিখে—
সহজ উদরে ধরিবে যেটুক্, 
সেইটুকু খাব হব না পেটুক। 
মাস দুই যেতে খাতা খুলে দেখি, 
এরি মাঝে মন লিখিয়াছে একি! 
লিখিয়াছে, যদি নেমন্তন্নে
কেঁদে ওঠে প্রাণ লুচির জন্যে, 
উচিত কি হবে কাঁদান তাহারে? 
কিম্বা যখন বিপুল আহারে, 
তেড়ে দেয় পাতে পোলাও কালিয়া
পায়েস অথবা রাবড়ি ঢালিয়া—
তখন কি করি, আমি নিরুপায়! 
তাড়াতে না পারি, বলি আয় আয়, 
ঢুকে আয় মুখে দুয়ার ঠেলিয়া
উদার রয়েছি উদর মেলিয়া!’
তাঁর ‘হেঁসোরামের হুঁশিয়ারি’তে সেই কিম্ভূতকিমাকার জন্তু হ্যাংলাথেরিয়ামের খাওয়ার বর্ণনাতেও একগ্রাসে গোটা পাউরুটি, আধসের গুড় আর পাঁচ-সাতটা সেদ্ধ ডিম খোসাসুদ্ধ কড়মড় করে চিবিয়ে খেয়ে নেওয়া। আবার কাঁকড়ামতী নদীর ধারে প্রফেসর হুঁশিয়ারের শিকার করতে গিয়ে খাবারের বর্ণনাতেও তেমনি পারিপাট্য। ‘তরিতরকারি যা ছিল তা আগেই ফুরিয়েছে। টাটকা জিনিষের মধ্যে সঙ্গে কতগুলো হাঁস আর মুরগী আছে তারা রোজ কয়েকটা করে ডিম দেয়। তাছাড়া খালি বিস্কুট, জ্যাম, টিনের দুধ আর ফল, টিনের মাছ আর মাংস। এসব কয়েক সপ্তাহের মত আছে’—এর থেকেই বোঝা যায় তিনি নিজে কতটা খাদ্যপ্রেমী ছিলেন। 
আবার ‘পেটুক’ গল্পে? সেখানেও সেই হরিপদ? সে কারোর ডাক শুনে সাড়াই দিতে পারে না। মুখভরা ক্ষীরের লাড্ডু যে তার। ফেলতেও পারে না, গিলতেও পারে না সে। তার ভাই শ্যামাপদও যেমন হ্যাংলা পেটুক তেমনি পেটরোগা। এহেন ভাইয়ের প্ররোচনায় হরিপদ পিসিমার খাটের তলায় একহাঁড়ি চুন থেকে এক খাবলা নিয়ে দই ভেবে মুখে তুলে সে কী চেঁচানি তার জ্বলনে। তাতেও ক্ষান্ত হয় না হরিপদ। আবারও লাড্ডু মুখে পোরে। ভাঁড়ার ঘরে ইঁদুর মারার জন্য সেঁকো বিষ দিয়ে মাখা লাড্ডুও ছাড় পায় না হরিপদের নোলার কাছে। পরে যখন তার সেই বিষমাখানো লাড্ডু খেয়ে প্রবল ব্যারাম হয়, তখন হরিপদ বুঝতে পারে সেঁকো বিষ খেয়ে সে আরেকটু হলেই মারা যাচ্ছিল। 
আর সেই ‘হিংসুটি’ গল্পের হিংসুটি নামের সেই ছোট্ট মেয়েটি? যার মামা একবার তাদের বাড়িতে এসে দুই বোনকে মিঠাই খেতে দিলেন। সেখানেও তো সেই হিংসুটি খানিকক্ষণ তার দিদির খাবারের দিকে তাকিয়ে ভ্যাঁ করে কেঁদে ফেলে। কাঁদার কারণ জিজ্ঞেস করায় সে বলে, তার দিদির রসমুণ্ডিটা তার চাইতেও বড়। আর তাই শুনে হিংসুটির দিদি তাড়াতাড়ি নিজের রসমুণ্ডিটা বোনকে দিয়ে দেয়। 
আবার ‘চীনে পটকা’ গল্পের শুরুতেই ‘আমাদের রামপদ একদিন এক হাঁড়ি মিহিদানা লইয়া স্কুলে আসিল!’ 
টিফিনের ছুটি হতেই সেই হাঁড়িভর্তি মিহিদানা পাগলা দাশুকে না দিয়ে তার বন্ধুরা সাবাড় করে ফেলেছিল। আর সেই মিহিদানার হাঁড়ি থেকে পটকা ফাটার বিকট শব্দ পেলেন পণ্ডিতমশাই...সেও নাকি পাগলা দাশুর মস্তিষ্কপ্রসূত এবং তা কেবল মিহিদানা থেকে রামপদ তাকে বঞ্চিত করেছিল বলেই। পাগলা দাশুর সেই মিহিদানা না খাওয়ার দুঃখে মিহিদানার হাঁড়িতে পটকা ফাটানোর পর গল্পে পরিণত হয় এরূপ:
 তারপর পণ্ডিতমহাশয় ঘাড় বাঁকাইয়া গভীর গলায় হুংকার দিয়া বলিলেন, ‘কেন পটকায় আগুন দিচ্ছিলে?’ দাশু ভয় পাইবার ছেলেই নয়, সে রামপদকে দেখাইয়া বলিল, ‘ও কেন আমায় মিহিদানা দিতে চাচ্ছিল না?’ এরূপ অদ্ভুত যুক্তি শুনিয়া রামপদ বলিল, ‘আমার মিহিদানা আমি যা ইচ্ছা তাই করব।’ দাশু তৎক্ষণাৎ বলিয়া উঠিল, ‘তা হলে, আমার পটকা, আমিও যা ইচ্ছা তাই করব।’ এরূপ পাগলের সঙ্গে আর তর্ক করা চলে না। কাজেই মাস্টারেরা সকলেই কিছু কিছু ধমকধামক করিয়া যে যার ক্লাশে চলিয়া গেলেন। সে ‘পাগলা’ বলিয়া তাহার কোনো শাস্তি হইল না। 

ছুটির পর আমরা সবাই মিলিয়া কত চেষ্টা করিয়া তাহাকে তাহার দোষ বুঝাইতে পারিলাম না। সে বলিল, ‘আমার পটকা রামপদর হাঁড়ি। যদি আমার দোষ হয়, তা হলে রামপদরও দোষ হয়েছে। বাস্। ওর মার খাওয়াই উচিত।’
এতসব বলার পরেও আবোল তাবোলের কথা না বললে অধরা থেকে যায় সুকুমার সাহিত্যের রসনাতৃপ্তি। 
 ‘আবোল তাবোল’-এর ঠিকুজি কুলুজি সব নিহিত সেই ননসেন্স সাহিত্যে। অধিকাংশ কবিতায় বারেবারে এসেছে নানারকম অখাদ্য-কুখাদ্য প্রসঙ্গ। সবকিছু নিয়েই বাঁচতে চেয়েছেন সুকুমার। বড়লোকের মহার্ঘ খাদ্যের সঙ্গে গরিবের সাদামাটা আহারের পাশাপাশি স্থান পেয়েছে আরও অনেক অদ্ভূতুড়ে সব খাদ্যদ্রব্য। বিচিত্র সব খাবারদাবারের নাম। সেগুলোর মধ্যে বেশ কিছু যেমন আজগুবি মানে কবির কল্পনাপ্রসূত, আবার বেশ কিছু সুখাদ্যও বটে। খাদ্যের অনুষঙ্গ যেন কিছুতেই ছাড়েনি কবিকে। 
কাঠবুড়ো হাঁড়ির মধ্যে ভিজে কাঠ সেদ্ধ করে রোদে বসে চেটে খায় সেই ভিজে কাঠ সিদ্ধ। চণ্ডীদাসের খুড়োর অদ্ভূত সেই কলে ঝুলতে থাকে মণ্ডা মিঠাই চপ্ কাট্লেট্ খাজা কিংবা লুচি। যার যেমন রুচি সেই অনুযায়ী কলের সামনে দাঁড়িয়েই পড়লেই সব খেয়ে নেওয়া যায়। আবার কুমড়োপটাশের অদ্ভূত গর্জনে ছেঁচকি শাকের ঘণ্ট বেটে মাথায় মলম মেখে রাখতে হয়। এই ছেঁচকি শাক যে আদতে কী বস্তু তা বুঝি তিনিই জানতেন স্বয়ং। তবে বাঙালির যেকোনো শাকভাজাই যে ছেঁচকির সমতুল্য, তা বোধ হয় জানতেন তিনি। তাই দুয়ে দুয়ে চার। মাঝখান থেকে বাংলা সাহিত্য সম্ভারে যোগ হলো নতুন একটু শাক। ওয়ার্ডস্মিথ বা শব্দ নিয়ে জাগলিং করেন যারা তারাই বুঝি পারেন এমন সব কেরামতি দেখাতে কাগজে ও কলমে। 
কেন? ‘কাতুকুতু বুড়ো’য় কেষ্টদাসের পিসি? 

 ‘বেচ্ত খালি কুমড়ো কচু হাঁসের ডিম আর তিসি ৷ 
ডিমগুলো সব লম্বা মতন, কুমড়োগুলো বাঁকা, 
কচুর গায়ে রঙ-বেরঙের আল্পনা সব আঁকা ৷’
এত ফ্যান্টাসিময়তা, এত কল্পনার আলপনা তাঁর মাথার মধ্যে কিলবিল করেছে যে সেখানে আনাজপাতিও ছাড় পায়নি। 
এমনকি ঝুরঝুরে পোড়ো ঘরে থুত্থুড়ে বুড়ির গালভরা হাসিমুখে চালভাজা মুড়িও বাদ পড়ে না। আবার ‘চোর ধরা’য়
টিফিনের আগে ঘুমিয়ে পড়লে খাবারের ভাগ ভয়ানক কমে যায়। কে যে সব খেয়ে যায় বুঝে উঠতে পারেন না তিনি। 
সেখানে তো সব সুখাদ্যের এলাহি ফিরিস্তি। 
 ‘পাঁচখানা কাট্লেট, লুচি তিন গণ্ডা, 
গোটা দুই জিবে গজা, গুটি দুই মণ্ডা, 
আরো কত ছিল পাতে আলুভাজা ঘুঙ্নি—
ঘুম থেকে উঠে দেখি পাতাখানা শূন্যি!’ 

 ‘ভালো রে ভালো’তে আবার নামীদামি সুখাদ্যের সম্ভারে এ দুনিয়ার সব ভালোকে এক ছাদের নিচে ঠাঁই দিতে গিয়ে সুকুমার ভোলেননি পোলাও, কোর্মা, মাছের পুরভরা পটোলের দোলমা আর খাস্তা লুচির পাশাপাশি মধ্যবিত্ত গেরস্তের পাউরুটি আর ঝোলাগুড়ের কথাও। 
 ‘বাবুরাম সাপুড়ে’র শান্ত সাপেরা তো ঠান্ডা দুধ-ভাত খায় কিন্তু বোম্বাগড়ের রাজা যে ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে ভাজা আমসত্ত্ব আর রাজার পিসি কুমড়ো দিয়ে ক্রিকেট খেলে কিংবা ‘হুঁকোমুখো হ্যাংলা’ যখন কাঁচকলা চটকে খায় তখন ‘ডানপিটে’ ছেলেটি কপ কপ মাছি ধরে মুখে দেয় তুলে, তাই বা বাদ দিই কেমন করে? ‘ট্যাঁশ গরু’ আবার যেমন-তেমন গরুর মতো দানাপানি বা ঘাস পাতা বিচালি খায় না। এমনকি ছোলা ছাতু ময়দা কি পিঠালি, কিংবা আমিষেতে বা পায়েসেও রুচি নেই তার। কেবল সাবানের স্যুপ আর মোমবাতি পেলেই সে খুশি। এমনি ফ্যান্টাসির ফানুস উড়িয়েছিলেন সুকুমার রায়। 

তাঁর ‘নোটবুকে’ লিখতে ভোলেননি আজব সব প্রশ্ন। 
সেখানে ঝোলাগুড় কিসে দেয়? বা তেজপাতায় তেজ কেন? লঙ্কায় কেন ঝাল? এসবের মধ্যেও অদ্ভূত সব প্রশ্নের উত্তর খুঁজে চলত আমাদের শিশুমন। সত্যিই তো, এমন করে তো কেউ ভাবায়নি আমাদের। 
আবার ‘পালোয়ান’ ছড়ায় পালোয়ানোচিত সব খাদ্যসম্ভার। ঠিক যেমনটি হওয়া উচিত আরকি। 
 ‘সকালবেলার জলপানি তার তিনটি ধামা পেস্তা মেওয়া, 
সঙ্গেতে তার চৌদ্দ হাঁড়ি দৈ কি মালাই মুড়্কি দেওয়া। 
দুপুর হলে খাবার আসে কাতার দিয়ে ডেক্চি ভ’রে, 
বরফ দেওয়া উনিশ কুঁজো সরবতে তার তৃষ্ণা হরে। 
বিকাল বেলা খায় না কিছু গণ্ডা দশেক মণ্ডা ছাড়া, 
সন্ধ্যা হ’লে লাগায় তেড়ে দিস্তা দিস্তা লুচির তাড়া।’

যে ছেলের ডাকনাম তাতা, তিনি যে তাঁর স্বল্প সময়ের সাহিত্যসৃষ্টিকে বিপুল খাদ্য ও অখাদ্যের সমন্বয়ে তাতিয়ে তুলবেন, এ আর এমন কথা কি? 
আবোল তাবোলের সবশেষে ‘ছড়ার পাতা’য় যখন নিমগাছে শিম, হাতির মাথায় ব্যাঙের ছাতা আর কাগের বাসায় বগের ডিম ফলাচ্ছিলেন, তখনই হয়তো ঘনিয়ে এসেছিল সুকুমারের ঘুমের ঘোর। হয়তো বুঝেছিলেন যে তাঁর এ দুনিয়ায় থাকাটা ফুরিয়ে আসছে, তাই বুঝি এমন সব আবোল তাবোল ‘ভূতুড়ে খেলা’ খেলেছিলেন কাগজে আর কলমে। 

 ‘ওরে আমার বাদলা রোদে জষ্টি মাসের বিষ্টি রে, 
ওরে আমার হামান-ছেঁচা যষ্টিমধুর মিষ্টি রে ৷ 
ওরে আমার রান্না হাঁড়ির কান্না হাসির ফোড়নদার, 
ওরে আমার জোছনা হাওয়ার স্বপ্নঘোড়ার চড়নদার।’
সুকুমার সাহিত্যে ভিজে কাঠ সেদ্ধ থেকে আমসত্ত্ব ভাজা, সাবানের স্যুপ থেকে ছেঁচকি শাকের মলম...এসব যতই সোনার পাথরবাটির মতো অলীক হোক না কেন, এসবই ননসেন্স ভার্সের অন্যতম অনুপান হয়েই রইল। অথচ ভাগ্যের এমনি পরিহাস যে মসূয়া গ্রামের জমিদারি পরিদর্শনে গিয়ে আক্রান্ত হলেন সর্বনাশা কালাজ্বরে। তাঁর নিজের খেয়ালরসের ভান্ডার ছাপার অক্ষরে দুই মলাটে দেখে যাওয়া অধরা থেকে গেল। এত এত মজার ছড়া, এত এত হাতে আঁকা ছবি, এত হাসি-মশকরা, খাবারদাবার, আজগুবি সব চরিত্রেরা বিগত ১০০ বছরের সাহিত্যের দলিল হয়ে রইল। শতবর্ষের মৃত্যুবার্ষিকীর দোরগোড়ায় দাঁড়িয়ে আজও তা প্রাসঙ্গিক। কল্পসম্রাট সুকুমার চির জাগরূক আজও পাঠকের মনে। যিনি ছাঁচে ঢালা আদর্শ মানুষ গড়ার বিপরীতে হেঁটেছিলেন। আজগুবি চাল চেলে, বেঠিক, বেতালা হয়ে, সাহিত্যের মূল স্রোতের প্রতিকূলে। তাঁর খেয়ালখুশির সৃষ্টিছাড়া খ্যাপা মনটা যে ছিল কেবলি ভুলে ভরা, অসম্ভবের ছন্দে পা ফেলার একটা জগৎ।

তথ্যঋণ:

১) সুকুমার রায় জীবনকথা, হেমেন্দ্রকুমার আঢ্য
২) সুকুমার রায় রচনাসমগ্র
৩) বিভিন্ন সংবাদপত্র

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

গবেষণায় বেরিয়ে এল আরবি সাহিত্যের ‘হারানো শতাব্দী’র গল্প

আজকের পত্রিকা ডেস্ক­
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলায় উপস্থাপিত আরবি সাহিত্য নিয়ে সাম্প্রতিক এক গবেষণা ইতিহাসের বহুল প্রচলিত ধারণাকে প্রশ্নের মুখে ফেলেছে। এত দিন মনে করা হতো, আব্বাসীয় আমলের (৭৫০-১২৫৮ খ্রিষ্টাব্দ) পর আরবি সাহিত্য প্রায় ৮০০ বছর বছর স্থবির হয়ে ছিল। কিন্তু ভাষাবিদ ও সাহিত্য ইতিহাসবিদদের মতে, এই ধারণা আসলে পশ্চিমা দৃষ্টিকোণ থেকে তৈরি এক ‘ঔপনিবেশিক কল্পনা’ মাত্র। বাস্তবে আরবি সাহিত্য কখনোই থেমে যায়নি।

প্রচলিত ধারণা অনুযায়ী, অষ্টম শতাব্দীতে আব্বাসীয় খলিফাদের অধীনে বিজ্ঞান, দর্শন ও কবিতার কেন্দ্র হয়ে উঠেছিল বাগদাদ। আবু নুয়াস, আল-মুতানাব্বি, আল-ফারাবি ও ইবনে সিনার মতো কবি ও দার্শনিকদের হাত ধরে শুরু হয়েছিল এক স্বর্ণযুগ। ঊনবিংশ শতাব্দীর ইউরোপীয় গবেষকেরা—যেমন ফরাসি চিন্তাবিদ আর্নেস্ট রেনাঁ ও ডাচ ইতিহাসবিদ রেইনহার্ট দোজি সেই আমলটিকেই আরবি বুদ্ধিবৃত্তিক জীবনের শিখর বলে স্বীকার করেছিলেন এবং দাবি করেছিলেন, একাদশ শতাব্দীর পর এই ধারাবাহিকতার পতন ঘটে। তাঁদের মতে, এরপর প্রায় ৮০০ বছর আরবে আর কোনো গুরুত্বপূর্ণ সাহিত্যিক বা দার্শনিক কাজ হয়নি—যতক্ষণ না ইউরোপে রেনেসাঁ শুরু হয়।

কিন্তু আধুনিক গবেষকেরা বলছেন, এই ধারণা সরলীকৃত ও পক্ষপাতদুষ্ট। ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলায় শেখ জায়েদ বুক অ্যাওয়ার্ডের আয়োজিত এক আলোচনায় ভাষাবিদেরা দাবি করেছেন, আরবি রচনা শৈলী কখনো বিলুপ্ত হয়নি; বরং তা ধারাবাহিকভাবে কপি, অনুবাদ ও পাঠের মাধ্যমে বেঁচে ছিল।

জার্মান গবেষক বেয়াট্রিস গ্রুন্ডলার তাঁর ‘দ্য রাইজ অব দ্য অ্যারাবিক বুক’ গ্রন্থে দাবি করেছেন, আরবি সাহিত্যে ‘হারানো শতাব্দী’ হিসেবে যে ধারণাটি প্রচলিত আছে তা আসলে গাল-গল্প। এই বইটি এবারের শেখ জায়েদ পুরস্কারের শর্টলিস্টে রয়েছে। গ্রুন্ডলার এতে দেখিয়েছেন, নবম শতাব্দীর বাগদাদে বইয়ের ব্যবসা, কপিকারদের প্রতিযোগিতা, জনসম্মুখে পাঠ ও লেখার প্রচলন—সবই ছিল আধুনিক প্রকাশনা সংস্কৃতির পূর্বসূরি। তিনি মত দিয়েছেন, ‘বাগদাদের রাস্তায় হাঁটলে আপনি দেখতেন লোকেরা হস্তলিপি বিক্রি করছে, বিরামচিহ্ন নিয়ে তর্ক করছে—এ যেন এক জীবন্ত প্রকাশনা বাজার।’

গবেষণা বলছে, আরবি সাহিত্য আসলে কখনো এক জায়গায় স্থির থাকেনি। এর কেন্দ্র এক সময় বাগদাদ থেকে কায়রো, দামেস্ক ও আন্দালুসিয়ায় স্থানান্তরিত হয়। কিন্তু ধারাটি অব্যাহতই থাকে। নতুন ঘরানা তৈরি হয়, পুরোনো ঘরানা রূপান্তরিত হয়।

ফরাসি অধ্যাপক হাকান ওজকান তাঁর গবেষণায় দেখিয়েছেন, ‘জাজাল’ নামের কথ্য ছন্দভিত্তিক কবিতার ধারা আব্বাসীয় যুগের পরও বিকশিত হতে থাকে। তাঁর মতে, ‘এই কবিরা নিয়ম ভেঙে নতুন রূপ দিয়েছে—তাঁদের ছন্দ ও ব্যঙ্গ আধুনিক র্যাপের মতো প্রাণবন্ত।’

জার্মান গবেষক বেয়াট্রিস গ্রুন্ডলারের ‘দ্য রাইজ অব দ্য অ্যারাবিক বুক’ বইটি এবারের শেখ জায়েদ পুরস্কারের শর্টলিস্টে রয়েছে। ছবি: দ্য ন্যাশনাল
জার্মান গবেষক বেয়াট্রিস গ্রুন্ডলারের ‘দ্য রাইজ অব দ্য অ্যারাবিক বুক’ বইটি এবারের শেখ জায়েদ পুরস্কারের শর্টলিস্টে রয়েছে। ছবি: দ্য ন্যাশনাল

এদিকে এই বিষয়ে এক প্রতিবেদনে সোমবার (২০ অক্টোবর) আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল জানিয়েছে, আবুধাবির নিউইয়র্ক ইউনিভার্সিটির ‘আরবি সাহিত্য লাইব্রেরি’ প্রকল্প ইতিমধ্যেই ‘হারানো শতাব্দী’ বলে বিবেচিত সময়ের ৬০ টিরও বেশি আরবি সাহিত্যকর্ম পুনরুদ্ধার করেছে। প্রকল্পটির সম্পাদক অধ্যাপক মরিস পোমেরান্টজ বলেছেন, ‘এই বইগুলো সম্পাদনা করা মানে এক চলমান সংলাপে অংশ নেওয়া—যেখানে প্রজন্মের পর প্রজন্ম লেখক, অনুবাদক ও সমালোচকেরা একে অপরকে উত্তর দিয়ে গেছেন।’

মরিস মনে করেন, আরবি সাহিত্য স্থবির হয়ে যাওয়ার ধারণাটি মূলত অনুবাদের অভাব থেকেই জন্ম নিয়েছে। তিনি বলেন, ‘যখন কোনো লেখা অনুবাদ করা হয় না, তখন সেটি বৈশ্বিক অস্তিত্ব হারায়।’

মরিসের মতে, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই সাহিত্যকে আবার জনসাধারণের কল্পনায় ফিরিয়ে আনা—স্কুলে পড়ানো, মঞ্চে উপস্থাপন করা, অনুবাদের মাধ্যমে বিশ্বে ছড়িয়ে দেওয়া। তা না হলে আরবি সাহিত্যের ‘হারানো শতাব্দী’ হিসেবে চিহ্নিত সময়টি অধরাই থেকে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসান মারা গেছেন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
জনপ্রিয় কিশোর গোয়েন্দা সিরিজ তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসান। ছবি: সংগৃহীত
জনপ্রিয় কিশোর গোয়েন্দা সিরিজ তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসান। ছবি: সংগৃহীত

জনপ্রিয় কিশোর গোয়েন্দা সিরিজ তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসান মারা গেছেন। আজ বুধবার রাজধানীর একটি হাসপাতালে ডায়ালাইসিস চলাকালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

রকিব হাসানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মায়মুর। তিনি সেবা প্রকাশনীর প্রতিষ্ঠাতা কাজী আনোয়ার হোসেনের ছোট ছেলে কাজী মায়মুর হোসেনের স্ত্রী।

মাসুমা মায়মুর ফেসবুকে লিখেছেন, ‘তিন গোয়েন্দা ও সেবা প্রকাশনীর পাঠকদেরকে আন্তরিক দুঃখের সাথে জানাচ্ছি যে, কিছুক্ষণ আগে রকিব হাসান সাহেব পরলোক গমন করেছেন। ডায়ালাইসিস চলাকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওনার জীবনাবসান ঘটে। আপনারা ওনার পবিত্র আত্মার মাগফেরাত কামনা করুন।’

১৯৫০ সালের ১২ ডিসেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন রকিব হাসান। বাবার চাকরির কারণে শৈশব কেটেছে ফেনীতে। সেখান থেকে স্কুলজীবন শেষ করে ভর্তি হন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। পড়াশোনা শেষে বিভিন্ন চাকরিতে যুক্ত হলেও অফিসের বাঁধাধরা জীবনে তাঁর মন টেকেনি। অবশেষে তিনি লেখালেখিকে বেছে নেন জীবনের একমাত্র পথ হিসেবে।

জনপ্রিয় কিশোর গোয়েন্দা সিরিজ। ছবি: সংগৃহীত
জনপ্রিয় কিশোর গোয়েন্দা সিরিজ। ছবি: সংগৃহীত

সেবা প্রকাশনী থেকে তাঁর লেখকজীবনের সূচনা হয়। প্রথমদিকে বিশ্বসেরা ক্ল্যাসিক বই অনুবাদ করে লেখালেখির জগতে প্রবেশ করেন তিনি। এরপর টারজান, গোয়েন্দা রাজু, রেজা-সুজা সিরিজসহ চার শতাধিক জনপ্রিয় বই লেখেন। তবে তাঁর পরিচয়ের সবচেয়ে বড় জায়গা হলো তিন গোয়েন্দা সিরিজ। এই সিরিজ বাংলাদেশের অসংখ্য কিশোর-কিশোরীর কৈশোরের সঙ্গী।

মূলত রবার্ট আর্থারের থ্রি ইনভেস্টিগেটরস সিরিজ অবলম্বনে তিন গোয়েন্দার সূচনা হয়। তবে রকিব হাসানের লেখনশৈলীতে এটি পেয়েছে একেবারে নতুন রূপ। বাংলাদেশি সাহিত্য হয়ে উঠেছে এটি। এই সিরিজের মাধ্যমে তিনি হয়ে ওঠেন হাজারো কিশোর পাঠকের প্রিয় লেখক।

নিজ নামে লেখার পাশাপাশি তিনি ব্যবহার করেছেন বিভিন্ন ছদ্মনাম। শামসুদ্দীন নওয়াব নামে তিনি অনুবাদ করেছিলেন জুল ভার্নের বইগুলো।

বাংলাদেশের পাঠকদের কাছে রকিব হাসান শুধু একজন গোয়েন্দা লেখক নন, তিনি কয়েক প্রজন্মের শৈশব-কৈশোরের ভালোবাসার মানুষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ক্রাসনাহোরকাইয়ের নোবেল যেন তাঁর দীর্ঘ কোনো বাক্যের সমাপ্তি

আজকের পত্রিকা ডেস্ক­
লাসলো ক্রাসনাহোরকাই। ছবি: সংগৃহীত
লাসলো ক্রাসনাহোরকাই। ছবি: সংগৃহীত

হাঙ্গেরির ঔপন্যাসিক লাসলো ক্রাসনাহোরকাই এবার (২০২৫ সালে) সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন তাঁর দীর্ঘ, দার্শনিক বাক্য ও মানবজীবনের বিশৃঙ্খলার গভীর অনুসন্ধানী সাহিত্যকর্মের জন্য। সুইডিশ একাডেমি তাঁকে সম্মান জানিয়েছে ‘শিল্পের শক্তিকে পুনরায় প্রতিষ্ঠিত করার’ জন্য। লেখক সুসান সনটাগ অবশ্য তাঁকে একসময় ‘মহাপ্রলয়ের হাঙ্গেরিয়ান গুরু’ আখ্যা দিয়েছিলেন।

সাহিত্যজগতে অনেকের কাছে ক্রাসনাহোরকাইয়ের নোবেল পাওয়ার এই ঘোষণাটি যেন কয়েক দশক ধরে চলা একটি বাক্যের সমাপ্তি।

১৯৫৪ সালে হাঙ্গেরির ছোট শহর জিউলা-তে জন্ম নেওয়া ক্রাসনাহোরকাই ১৯৮০-এর দশকের শুরুতে গল্প লেখা শুরু করেন। তাঁর প্রথম উপন্যাস স্যাটানট্যাঙ্গো (১৯৮৫) একটি বৃষ্টিস্নাত, ধ্বংসপ্রায় গ্রামের কাহিনি—যেখানে প্রতারক, মাতাল ও হতাশ মানুষেরা মিথ্যা আশায় আঁকড়ে থাকে। পরিচালক বেলা-তার তাঁর এই উপন্যাসটিকে দীর্ঘ ৭ ঘণ্টার এক সাদাকালো চলচ্চিত্রে রূপ দেন। এই বইতেই ধরা পড়ে ক্রাসনাহোরকাইয়ের লেখার বৈশিষ্ট্যসমূহ, যেমন—অবিরাম দীর্ঘ বাক্য, দার্শনিক হাস্যরস ও পতনের কিনারায় দাঁড়িয়ে থাকা মানুষের প্রতিচ্ছবি।

তাঁর পরবর্তী উপন্যাসগুলো—দ্য মেলানকোলি অব রেজিস্ট্যান্স (১৯৮৯), ওয়ার অ্যান্ড ওয়ার (১৯৯৯) ও সেইবো দেয়ার বিলো (২০০৮)—তাঁর এই দৃষ্টিভঙ্গিকে মহাজাগতিক পরিসরে বিস্তৃত করেছে। ‘ওয়ার অ্যান্ড ওয়ার’–এ তিনি এক নথি প্রহরীর গল্প বলেছেন, যিনি রহস্যময় এক পাণ্ডুলিপি প্রকাশ করতে নিউইয়র্কে পালিয়ে যান এবং আত্মহত্যা করেন—যেন ক্রম বিলীন পৃথিবীতে অর্থ ধরে রাখার এক মরিয়া চেষ্টা তাঁর।

ক্রাসনাহোরকাইয়ের লেখায় কাহিনি প্রায় সময়ই বাক্যের ভেতর হারিয়ে যায়। তিনি লিখেছেন এমন বাক্য, যা একাধিক পৃষ্ঠা জুড়ে পাঠককে টেনে নেয় অবচেতনে, অবিরাম প্রবাহে।

তাঁর সাহিত্যে হাস্যরস ও ট্র্যাজেডি পাশাপাশি চলে। স্যাটানট্যাঙ্গো–এর মাতাল নাচের দৃশ্য যেমন নিঃশেষের প্রতীক, তেমনি ‘ব্যারন ওয়েঙ্কহাইমস হোমকামিং’ (২০১৬)-এ দেখা যায়, ফিরে আসা এক পরাজিত অভিজাতকে। যার মাধ্যমে প্রকাশ পায় সভ্যতার পচন ও মানুষের হাস্যকর ভ্রান্তি।

২০১৫ সালে ম্যান বুকার পুরস্কার পাওয়ার মধ্য দিয়েই প্রথমবারের মতো আন্তর্জাতিক স্বীকৃতি পান ক্রাসনাহোরকাই। অনুবাদক জর্জ সির্টেস ও ওটিলি মুলজেট তাঁর জটিল হাঙ্গেরিয়ান ভাষাকে ইংরেজিতে রূপ দিতে বিশেষ ভূমিকা রাখেন। ‘হাডসন রিভিউ’ তাঁকে বর্ণনা করেছিল ‘অন্তহীন বাক্যের ভ্রমণশিল্পী’ হিসেবে।

চল্লিশ বছরের সৃষ্টিতে ক্রাসনাহোরকাইয়ের ভুবন চিত্র, সংগীত, দর্শন ও ভাষার মিলনে বিস্তৃত। সাম্প্রতিক উপন্যাস ‘হার্শট ০৭৭৬৯’ (২০২৪)–এ তিনি এক প্রবাহিত বাক্যে লিখেছেন নব্য-নাৎসি, নেকড়ে আর এক হতভাগ্য পদার্থবিদের কাহিনি—আধুনিক ইউরোপের নৈতিক পক্ষাঘাতের রূপক হিসেবে।

তাঁর সমগ্র সাহিত্যজগৎ এক অন্ধকার ও ধ্যানমগ্ন মহাবিশ্ব—যেখানে পতন, শূন্যতা ও করুণা পাশাপাশি থাকে। ‘সেইবো দেয়ার বিলো’ বইটিতে তিনি লিখেছেন, ‘সৌন্দর্য, যত ক্ষণস্থায়ীই হোক না কেন, তা পবিত্রতার প্রতিবিম্ব।’ এই বিশ্বাসই লাসলো ক্রাসনাহোরকাইকে সেই বিরল লেখক করে তুলেছে, যাঁর নৈরাশ্যও মুক্তির মতো দীপ্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

সন্ত্রাসের দাপটেও শিল্পের শক্তি চেনায় লাসলো ক্রাসনাহোরকাইয়ের কলম

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০০: ১০
সন্ত্রাসের দাপটেও শিল্পের শক্তি চেনায় লাসলো ক্রাসনাহোরকাইয়ের কলম

হাঙ্গেরির সাহিত্যে অসীম জনপ্রিয়তা ও প্রভাব তাঁর; বিশ্বজোড়া আতঙ্ক ও সন্ত্রাসের দাপটেও শিল্পের শক্তি চেনায় তাঁর কলম। তিনি হাঙ্গেরিয়ান ঔপন্যাসিক লাসলো ক্রাসনাহোরকাই; সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি।

আধুনিক হাঙ্গেরীয় সাহিত্যের একজন অন্যতম প্রধান ব্যক্তিত্ব লাসলো। অভিনব শৈলীর পাশাপাশি দার্শনিক গভীরতার জন্য তাঁর সাহিত্য সমাদৃত হয়েছে। তাঁকে ফ্রানৎস কাফকা ও স্যামুয়েল বেকেটের ঐতিহ্যের উত্তরাধিকারী হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বজোড়া আতঙ্ক ও সন্ত্রাসের মধ্যেও শিল্পের লেলিহান ঔজ্জ্বল্য ফুটে ওঠে লাসলোর লেখায়। তাই যুদ্ধবিধ্বস্ত সময়ের বুকে ফুলের মতো স্থান করে নিল তাঁর সাহিত্য।

লাসলোর জন্য সাহিত্যে এটা প্রথম পুরস্কার নয়, ২০১৪ সালে সাহিত্যকর্মের জন্য ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার পান তিনি। এ পুরস্কার বিশ্বসাহিত্যে তাঁর অবস্থানকে সুদৃঢ় করে।

লাসলোর সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য হলো—স্বতন্ত্র শৈলী ও গঠন। উপন্যাসের মূল বিষয়বস্তু হলো—মানবতার অবক্ষয়, ধ্বংসের অনিবার্যতা ও আধুনিক জীবনের লক্ষ্যহীন চলন। তাঁর চরিত্রদের মধ্যে প্রায়ই একধরনের হতাশা ও বিচ্ছিন্নতা দেখা যায়; তারা এমন এক জগতের পথিক, যেখানে নৈতিকতা ও আশা বিলীনপ্রায়।

১৯৮৫ সালে প্রকাশিত ‘স্যাটানটাঙ্গো’ নামে প্রথম উপন্যাস লিখেই খ্যাতি পান লাসলো। এই উপন্যাসে বিচ্ছিন্ন ও পতিত এক কৃষি সমবায় গ্রামের জীবন তুলে ধরেছেন তিনি। সেখানে একধরনের বিভ্রম ও আশার জন্ম দেয় এক রহস্যময় আগন্তুকের আগমনে। এই উপন্যাস অবলম্বনে একই শিরোনামে সাত ঘণ্টার কালজয়ী চলচ্চিত্র নির্মাণ করেন বিখ্যাত পরিচালক বেলা টর।

লাসলোর আরেকটি ফিকশন উপন্যাস হলো— ‘দ্য মেলানকোলি অব রেজিস্ট্যান্স’। হাঙ্গেরির এক কাল্পনিক শহরের জীবন ফুটে উঠেছে এই উপন্যাসে। সামুদ্রিক প্রাণী হাঙরের প্রদর্শনীকে কেন্দ্র করে মানুষের মধ্যকার উন্মাদনা, সামাজিক বিশৃঙ্খলা ও একনায়কতন্ত্রের উত্থানের চিত্র আঁকা হয়েছে তাতে।

‘ওয়ার অ্যান্ড ওয়ার’ লাসলোর আরেকটি বিখ্যাত উপন্যাস। লম্বা লম্বা বাক্যে লেখা এই উপন্যাস লাসলোর শৈলী নিয়ে পাঠকদের নতুন করে ভাবায়। উপন্যাসের নায়ক একটি পাণ্ডুলিপি রক্ষা করার জন্য বিশ্বের বিভিন্ন শহর ঘুরে বেড়ায়। বিশ্বের চূড়ান্ত ধ্বংসের একটি কাব্যিক বর্ণনা পাওয়া যায় এই উপন্যাসে।

এবার লাসলোকে পুরস্কারের জন্য মনোনীত করার নেপথ্যে নোবেল কমিটির বড় কারণ ছিল তাঁর সাহিত্যে শিল্পের জয়ধ্বনি তোলার প্রচেষ্টা। যখন সারা বিশ্বের বেশ কিছু দেশ যুদ্ধবিধ্বস্ত বা যুদ্ধের জন্য উৎসুক, তখন বারবার শিল্পের মোহিনী প্রেম ও বন্ধনের কথা মনে করিয়ে দিতে চায় লাসলোর সাহিত্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত