Ajker Patrika

ঢাকায় ইংরেজি সাহিত্য সম্মেলন করবে অ্যাটলেব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকায় ইংরেজি সাহিত্য সম্মেলন করবে অ্যাটলেব

দুই দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন আয়োজন করবে ইংরেজি সাহিত্যপ্রেমীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিচার্স অব লিটারেচার ইন ইংলিশ বাংলাদেশ (অ্যাটলেব)। সম্মেলনটি আগামী ২৮ ও ২৯ জুলাই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। 

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় অ্যাটলেব। 

এতে বলা হয়, আগামী ২৮ ও ২৯ জুলাই অ্যাটলেব টিচিং ইংলিশ লিটারেচার অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারিটি (ইংরেজি সাহিত্য এবং আন্তঃবিষয়ক শিক্ষাদান) শীর্ষক দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হবে। সম্মেলনটি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সঙ্গে যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সম্মেলনের মূল বক্তা হলেন-যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ইয়র্কের অধ্যাপক ক্লেয়ার চেম্বার্স ও ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের অধ্যাপক রাজীব এস পাটকে। 

জানা যায়, ২০২১ সালের জুলাই মাসে করোনা মহামারির সময় অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে গঠিত হয় অ্যাসোসিয়েশন অব টিচার্স অব লিটারেচার ইন ইংলিশ বাংলাদেশ (অ্যাটলেব)। এর সদস্যরা শিক্ষক হিসেবে বাংলাদেশ ও দেশের বাইরে তৃতীয় স্তরে ইংরেজিতে সাহিত্য পড়াচ্ছেন। এটি স্বেচ্ছাসেবী, অলাভজনক, অরাজনৈতিক সাহিত্য সংগঠন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত