আইফোনে এলো iOS 26: কী পরিবর্তন, কারা পাবেন সুবিধা
ভাবুন তো, আপনার হাতে ধরা আইফোনের স্ক্রিন হঠাৎ যেন স্বচ্ছ কাচের মতো ঝলমল করছে। শুধু ঝলমল নয়, প্রতিটি শব্দ, ছবি ও লেখা যেন নতুন প্রাণ পেয়েছে! আরও স্পষ্ট, আরও জীবন্ত। এ এক নতুন অভিজ্ঞতা, আর সেটিই এনেছে iOS 26-এর ‘লিকুইড গ্লাস’ ডিজাইন।