খুশবু হচ্ছে আমার প্রথম মেগা সিরিয়াল: সামিরা খান মাহি
খুশবু আমার অভিনয় জীবনের প্রথম মেগা সিরিয়াল, বললেন সামিরা খান মাহি। চরিত্রে প্রাণ ঢেলে অভিনয় করছি বলে দর্শকের ভালোবাসাও পাচ্ছি। তবে যাই করি, যেন কন্ট্রোভার্সি পিছু ছাড়ে না। সবকিছুর পরও কাজের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, জানালেন মাহি।