পুরান ঢাকায় পূজার আমেজ
বছর ঘুরে আবারও এসেছে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার মাহেন্দ্রক্ষণ। মা দুর্গার আগমনী ঘিরে তাই সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এসেছে উৎসবের আমজে। পুরান ঢাকার ঐতিহ্যবাহী শাঁখারিবাজারে সেজেছে পূজোর আয়োজনে। দেবীর পোশাক থেকে শুরু করে গহনা, শাড়ি, অলংকার সব মিলছে এখানে।