ঘর ভাঙছে নিকোল কিডম্যানের
হলিউডের স্বর্ণালী পর্দা আর কান্ট্রি মিউজিকের সুর!...একই ফ্রেমে বাঁধা ছিল নিকোল কিডম্যান ও কিথ আরবানের ১৯ বছরের পথচলায়। একজন বিশ্বসেরা অভিনেত্রী, অন্যজন গ্র্যামি জয়ী সুরের জাদুকর। ২০০৬ সালে সিডনিতে তাঁদের বিয়ে ছিল রূপকথার মতোই, কিন্তু সেই আনন্দ-বেদনার পথেই এবার নেমে এলো এক অনিশ্চিত নীরবতা।