চোখে আলো নেই, তবু স্বপ্ন—শিক্ষক হয়ে জ্ঞানের আলো ছড়াবে ফিরোজা
দৃষ্টিশক্তি নেই, কিন্তু স্বপ্ন দেখার শক্তি অটুট। চোখ না থাকলেও মনের আলোয় নিজেকে আলোকিত করেছে ফিরোজা খাতুন। খুলনার দৌলতপুর মুহসীন মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করে সে প্রমাণ করেছে, প্রতিবন্ধকতা কোনো ব্যর্থতার নাম নয়, বরং সাহসের অন্য নাম।