ঢাকামুখী গণপরিবহন বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
দুই ছেলে-মেয়েকে নিয়ে বসে আছেন জেসমিন আক্তার। কুমিল্লা থেকে পাপিয়া বাসে সকাল সাড়ে আটটায় এখানে (বলদাখাল) এসেছেন। তিনি বলেন, মাইক্রোবাসে জনপ্রতি ৩০০ টাকা করে শনিরআখড়া নিচ্ছে। টাকা কম থাকায় আড়াই ঘণ্টা যাবৎ বসে আছি