আলোচিত ‘শিশু বক্তা’রফিকুল ইসলাম মাদানীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার গাজীপুর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে রিমান্ড মঞ্জুর করেন বিচারক শেখ নাজমুন নাহা।
'রাষ্ট্র বিরোধী ও উস্কানিমূলক' বক্তব্য দেওয়ার অভিযোগে গত বুধবার নেত্রকোনা থেকে আটক করা হয়েছে শিশু বক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীকে। পরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়।
শিশু বক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীর মুক্তি চেয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক।