অনেক সাপের ক্ষেত্রে দুধ বিষের মতো কাজ করে। কিছু সাপ দুধ খাওয়ার সঙ্গে সঙ্গে মারাও যায়। সাপকে দীর্ঘদিন পানি না পান করানোর পর যেকোনো ধরনের তরল পদার্থ পান করতে দিলে তারা সেটাই পান করে। যারা সাপের খেলা দেখায়, তারা সাপকে দুধ খাওয়ানোর জন্য এই পদ্ধতিই অবলম্বন করে।