এজবাস্টনে টস জিতে নবাগত বার্বাডোজকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। অধিনায়ক হেইলি ম্যাথিউজের ৫১ ও উইকেটরক্ষক ব্যাটার কাইসিয়া নাইটের অপরাজিত ৬২ রানের সুবাদে ১৪৪ রানের সংগ্রহ পায় বার্বাডোজ। লক্ষ্য তারা করতে নেমে ৬ উইকেটে ১২৯ রানেই থেমে যায় বিসমাহ মারুফের দল।
এত দিন স্বাধীন দেশ হিসেবে পরিচালিত হলেও নিজেদের পতাকা ও রাষ্ট্রপ্রধান ছিল না বার্বাডোজের। ব্রিটেনের রাজকীয় পতাকাকে নিজেদের পতাকা হিসেবে ব্যবহার করত দেশটি। রাষ্ট্রপ্রধান ছিলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ।