
রুদ্ধশ্বাস লড়াইয়ে জার্মানিকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে স্পেন। সেমিতে উঠতে না উঠতেই দুঃসংবাদ পেল স্প্যানিশরা। স্পেনের এমন দুঃসময়ে ক্ষমা চাইলেন টনি ক্রুস।

লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপ—চলতি বছরে রিয়াল মাদ্রিদের হয়ে শেষটা টনি ক্রুসের হয়েছে মনে রাখার মতো। বিপরীতে জার্মানির হয়ে বিদায়টা রঙিন হলো না ক্রুসের। কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায়ঘণ্টা বেজে গেছে জার্মানদের।

৩০ পেরোনোর পর খেলোয়াড়দের নিয়ে অবসরের গুঞ্জন ওঠে। সেখানে বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো খেলে যাচ্ছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, টনি ক্রুসরা। মেসি, রোনালদো এখনো অবসরের ঘোষণা দেননি ঠিকই। তবে ক্রুস বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিয়েছেন আজ সামাজিক মাধ্যমে।

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় থাকলেও টনি ক্রুসের পায়ের জাদু এখনো শেষ হয়নি। এ জন্যই তো তাঁর সঙ্গে নতুন চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ। নিজেও রাজি হয়েছেন আরও এক বছর ক্লাবে খেলার। লস ব্ল্যাঙ্কোসরার গত ২১ জুন চুক্তির বিষয়টিও নিশ্চিত করেছে।