জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা দেশগুলোর নেতৃত্ব দানে বাংলাদেশের অবদানকে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে আসন্ন জলবায়ু সম্মেলন ‘লিডার্স সামিট অন ক্লাইমেট’–এ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ স্বীকৃতি দেওয়া হবে।
জো বাইডেনের জলবায়ুবিষয়ক বিশেষ দূত ও সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আগামীকাল শুক্রবার ঢাকায় আসছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভার্চ্যুয়াল ক্লাইমেট সামিটে অংশ নেওয়ার আমন্ত্রণ জানাবেন তিনি।