Ajker Patrika

চরুকলা

‘গাছ কেটে হোটেল—হাস্যকর না!’

সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকতেই দেখা গেল তিনটি কাপড়ের ক্যানভাসে কয়েকজন শিক্ষার্থী কিছু একটা আঁকছেন। বোঝা গেল উদ্যানে হাঁটার পথ ও হোটেল নির্মাণের দোহাইয়ে গাছ কাটার প্রতিবাদে তাঁদের এ কর্মযজ্ঞ। এই শিল্পীদের মধ্যে একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ন বিভাগের শিক্ষার্থী শান্ত।

‘গাছ কেটে হোটেল—হাস্যকর না!’