বাংলা কমিকসের গোড়াপত্তন হয়েছিল তাঁর হাতে। হাঁদা ভোঁদা, বাঁটুল দি গ্রেট বা নন্টে–ফন্টে, বাংলা কমিকস কী এসব চরিত্র ছাড়া সম্পূর্ণ হয়? বাঙালিদের কিশোরবেলা রাঙিয়ে দেওয়া সেই কিংবদন্তি নারায়ণ দেবনাথ আর নেই। আজ মঙ্গলবার তিনি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।