টটেনহাম ছাড়ছেন কেন
টটেনহাম ছাড়তে চান তারকা স্ট্রাইকার হ্যারি কেন। স্পার্সদের হয়ে ১২ বছরের ক্যারিয়ারে দলকে জেতাতে পারেননি বড় কোনো শিরোপা। এই আক্ষেপ থেকেই কেনের এমন সিদ্ধান্ত। ক্লাব সভাপতি ড্যানিয়েল লেভির সঙ্গে পরশু এ বিষয়ে আলোচনাও সেরে নিয়েছেন ইংলিশ অধিনায়ক। সেখানেই নিজের ইচ্ছের কথা জানিয়েছেন তিনি