হাসপাতালে রোগী থেকে রোগীতে ‘সুপারবাগ’ ছড়ানোর নেপথ্যে মাছি: গবেষণা
আইনিওস অক্সফোর্ড ইনস্টিটিউট ফর অ্যান্টিমাইক্রোবিয়াল রিসার্চের (আইওআই) গবেষকেরা নাইজেরিয়ার আটটি হাসপাতাল থেকে ১ হাজার ৩৯৬টি মাছি সংগ্রহ করেন। পরে পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, এসব মাছির শরীরে ১৭ ধরনের ব্যাকটেরিয়া রয়েছে।