তেলবাহী ট্যাংকার ও ইজিবাইকের সংঘর্ষে তিনজন নিহত
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্যাংকার ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় নারী, শিশুসহ আরও চারজন গুরুতর আহত হয়েছে। আজ শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার জাফরপুর বিজিবি ক্যাম্প ও বন বিভাগের পাশে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, দুর্ঘটনাস্থলে নিহত হন দুজন।