স্থাপত্যবিদ্যায় নারীরা
স্থাপত্য বিষয়টির একদিকে রয়েছে সম্পূর্ণ কারিগরি, অন্যদিকে শিল্প ও দর্শন। এ দুইয়ের সঙ্গে আবার মিশে যায় পরিবেশ, প্রকৃতি, সামাজিক কাঠামো এবং ইতিহাস। স্থাপত্য একটি বহুমুখী শিক্ষা, সঙ্গে চ্যালেঞ্জিংও বটে। এটি একই সঙ্গে সৃষ্টিশীল ও কারিগরি পেশা। ভিন্নধর্মী প্রেক্ষাপটের জন্য