পেটব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি, অপারেশনের টেবিলেই স্কুলছাত্রীর মৃত্যু
বরিশালের আগৈলঝাড়ায় পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করতে গিয়ে এক স্কুলছাত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে। চিকিৎসকেরা বলছেন, ওই ছাত্রীকে অপারেশনের জন্য কক্ষে নেওয়া হলেও অপারেশন শুরুর আগেই টেবিলে তার মৃত্যু হয়। তবে স্বজনদের অভিযোগ, ভুল অস্ত্রোপচারের কারণে ওই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।