সৌদির ইতিহাস গড়ার সুযোগ
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ শুরু হবে, এমনটা হয়তো সৌদি আরব ভাবেইনি। স্বপ্ন সত্যি হয়ে গেছে। এবার সেটাকে ছাড়িয়ে যাওয়ার পালা সৌদি আরবের। আজ এডুকেশন সিটি সেন্টার স্টেডিয়ামে সেই সুযোগ তাদের সামনে। পোল্যান্ডের বিপক্ষে জিতলে ১৯৯৪ সালের পর প্রথমবার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠবে সৌদি আরব।