থানায় স্বামী-স্ত্রীর নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ
ফেনীর সোনাগাজীর চরদরবেশে এক দম্পতি থানায় পাল্টাপাল্টি নির্যাতনের অভিযোগ দিয়েছেন। স্ত্রী রোকেয়া আক্তারের পেন্সির (২৫) দাবি, যৌতুকের টাকা না পেয়ে স্বামী নুরনবী সাদ্দাম তাঁকে নির্যাতন করেছেন। অন্যদিকে স্বামীর দাবি, ট্রাক্টর বিক্রির টাকা না পেয়ে পুরুষাঙ্গে আঘাত করে তাঁকে হত্যাচেষ্টা করা হয়েছে।