কনে সাঁজাতে নকল স্বর্ণের গয়না আনায় বিয়ের আসরেই তালাক
কনের জন্য বরপক্ষ থেকে দুটি বালা আনা হয়েছে। কিন্তু কনেপক্ষের লোকজন কনে সাজানোর সময় বুঝতে পারেন স্বর্ণ নয়, বালা দুটো সিটিগোল্ডের। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক থেকে একপর্যায়ে হাতাহাতি পর্যন্ত হয়। এ ঘটনায় বিয়ে ভেঙে যায়। শেষে বর কনেকে তালাক দেয়, এক লাখ টাকা জরিমানা দিয়ে বিদায় হয় বরপক্ষ।