সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ময়নাতদন্ত সম্পন্ন, শরীরে আঘাতের চিহ্ন মেলেনি
ময়নাতদন্ত শেষে ডা. শেখ মো. এহসানুল ইসলাম বলেন, `লাশটি পানি থেকে এসেছে। লাশ হালকা পচনশীল ছিল। আমরা যতদুর দেখেছি শরীরের বাহিরে ও ভেতরে আঘাতের চিহ্ন পেলাম না। তার পরেও শরীরের কিছু অংশ (দাত, চুল, লিভার, কিডনি, পাকস্থলীর) নিয়েছি। এগুলো ফ্রিজিং করে ঢাকায় পাঠাচ্ছি।