সাগরে ভাসছে জ্বালানি মন্ত্রণালয়ের গাড়ি, সটকে পড়লেন কর্মকর্তারা
১২ ঘণ্টা পার হলেও চট্টগ্রামের পারকি সমুদ্রসৈকতের চরে আটকে যাওয়া সরকারি দপ্তরের জিপ গাড়িটি উদ্ধার হয়নি। আজ শনিবার সকালে পারকি সমুদ্রসৈকতের চরে আটকে যায় এ জিপ গাড়ি। গাড়ির সামনে জরুরি তেল-গ্যাস অনুসন্ধান কাজে নিয়োজিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে স্টিকার রয়েছে।