৫৭ বছর পর জমির দখল বুঝে পেল বাউল শাহ আবদুল করিমের পরিবার
স্থানীয় একটি পক্ষের বাধার কারণে জীবিত অবস্থায় জমির দখলে নিতে পারেননি। ২০০৯ সালে মারা যান শাহ আবদুল করিম। এরপর নানাভাবে জমির দখল পাওয়ার চেষ্টা করেন তাঁর ছেলে বাউল শাহ নূর জালাল। অবশেষে সেই জমির দখল বুঝে পেলেন তিনি।