কাজী নাবিল পরিবারের ৬০ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার অবরুদ্ধের নির্দেশ
সাবেক সংসদ সদস্য (যশোর-৩), বিশিষ্ট ব্যবসায়ী কাজী শাহেদ আহমেদের ছেলে ও গেমকন গ্রুপের মালিক কাজী নাবিল আহমেদ, তাঁর মা এবং দুই ভাই কাজী আনিস আহমেদ ও কাজী ইনাম আহমেদের নামে বিভিন্ন কোম্পানির চার কোটি ২৬ লাখ ৬ হাজার ৮৬৮টি শেয়ার অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।