জাজিরার মানুষ এত বোমা পেল কোথায়, এসপি বললেন, তাঁরা বিস্ফোরক তৈরিতে দক্ষ
শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় শতাধিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়। মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। ভিডিওতে দেখা যায়, লোকজন বালতিতে করে হামবোমা নিয়ে একে অপরের দিকে ছুড়ে মারছে।