শেরপুরে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ
সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২ এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেন উন্নীতকরণ প্রকল্পের অধীনে অধিগ্রহণ করা জায়গার জন্য টাকা দিয়েছে সরকার। কিন্তুর এরপরও জায়গা দখল করে নির্মাণ করা হচ্ছে স্থায়ী স্থাপনা। দখলদারদের দাবি যেহেতু সরকার জায়গা ফাঁকা রেখেছে, সেখানে তাদের অধিকার রয়েছে।