ঝড়ের কবলে লঞ্চ, সারেংয়ের বুদ্ধিমত্তায় রক্ষা পেল ২০০ যাত্রীর প্রাণ
সারেংয়ের বুদ্ধিমত্তায় প্রাণে বাঁচলো আকস্মিক ঝড়ের কবলে পড়া একটি লঞ্চের দুই শতাধিক যাত্রী। বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে একটি যাত্রীবাহী লঞ্চ গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঝড়োবাতাসের কবলে পড়ে। এসময় লঞ্চটিকে একটি চরে আটকে রাখা হয়।