শিক্ষার্থীরা টক্সিক মানুষের প্রভাব এড়িয়ে চলবে যেভাবে
পড়তে বসেছেন, কিন্তু মন বসছে না, বই খুললেই মাথায় ভিড় করে হতাশা, ভয় আর অনিশ্চয়তা। একটু খেয়াল করলেই দেখবেন—এ নেতিবাচক অনুভূতির পেছনে অনেক সময় দায়ী আপনার আশপাশের মানুষগুলো। সেই বন্ধুটি, যে বারবার বলে, ‘তুই পারবি না’ অথবা সহপাঠী, যে প্রতিনিয়ত ফলাফল, ভবিষ্যৎ আর জীবন নিয়ে হতাশার ছায়া ফেলে।