ক্ষুব্ধ শাহিন কি বাবরের দিকেই ‘আঙুল’ তুলেছেন
‘আনপ্রেডিক্টেবল’ তকমা যে পাকিস্তান ক্রিকেট দলের, সেটা তো সবারই জানা। মাঠের পারফরম্যান্সের ভিত্তিতেই মূলত তকমাটা তারা পেয়েছে। মাঠের ক্রিকেটের বাইরেও ঘটে অনেক নাটকীয় ঘটনা। ঘটনাবহুল পাকিস্তান দলের সবশেষ সংযোজন বাবর ও শাহিনের অধিনায়কত্ব ফিরে পাওয়া ও হারানো।